ঢাকা: পবিত্র রমজান মাসে পচা-বাসি খাবার বিক্রির দায়ে রাজধানীর জনপ্রিয় বেশ কয়েকটি হোটেল-রেস্টুরেন্ট-আউটলেটে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে পণ্যের মান নিয়ন্ত্রণের সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)।
বুধবার (০১ জুলাই) বিকেলে রাজধানীর পল্টন-মতিঝিল-আরামবাগ-শান্তি নগরে অভিযান পরিচালনা করা হয়।
ওই এলাকার জনপ্রিয় রেস্তোরাঁ ঘরোয়া হোটেল, মুসলিম সুইটস অ্যান্ড বেকারি, টাঙ্গাইল সুইটস অ্যান্ড বেকারি, কড়াই গোস্ত, মীনা বাজার, রাস ডিপার্টমেন্ট স্টোর ও ক্যাশ অ্যান্ড কেরি ফার্মায় অভিযান পরিচালিত হয়েছে। এ সময় প্রায় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার আইনে এ অভিযান চালায় বিএসটিআই।
এর মধ্যে নয়াপল্টনের কড়াই গোস্ত হোটেলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তারা পচা-বাসি খাবার বিক্রি করছিল। ইফতারে তাদের খাবার অস্বাস্থ্যসম্মত।
ওই এলাকার মুসলিম সুইটস অ্যান্ড বেকারির ২টি আউটলেটে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা হয়েছে টাঙ্গাইল সুইটস অ্যান্ড বেকারিতেও।
মতিঝিল ঘরোয়া হোটেলে বাসি ও পোড়া তেল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
শান্তিনগরে মীনা বাজারের আউটলেটে মাছ ও মাংসের পেকেটে মেয়াদ লেখা না থাকা এবং পচা মাছ বিক্রির দায়ে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে তাদের সতর্কও করা হয়েছে।
এছাড়া আরামবাগে রাস ডিপার্টমেন্ট স্টোর ও ক্যাশ অ্যান্ড কেরি ফার্মায় ৪০ করে মোট ৮০ হাজার টাকা জরিমানা হয়েছে। তারা ছাড়পত্র না নিয়ে খাদ্য বিক্রি করছিল। সেই সঙ্গে তাদের দোকানে পাওয়া যায় মেয়াদহীন বিভিন্ন পণ্য।
এ অভিযান পরিচালনা করেন ঢাকা মেট্রোপলিটনের সিনিয়র সহকারী সচিব অবদুল কুদ্দুস, বিএসটিআই’র ফিল্ড অফিসার সুরাইয়া পারভীন, খায়রুল ইসলাম, দক্ষিণ সিটির ৯নং ওয়ার্ড কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদসহ ৫০ জনের একটি দল।
বিএসটিআই থেকে বলা হয়েছে, রমজানের শুরু থেকেই এ ধরনের অভিযান পরিচালিত হয়ে আসছে। আগামী দিনগুলোতেও তা চলবে। জনগণের সুস্বাস্থ্য রক্ষায় তারা কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
জেডএফ/আইএ