ঢাকা: নিম্ন আয়ের তকমা থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। এরইমধ্যে একদাপ এগিয়ে বিশ্বব্যাংকের উন্নয়ন সূচকে এগিয়েছে বাংলাদেশ।
বুধবার (০১ জুলাই) বিশ্বব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবছরের ০১ জুলাই মাথাপিছু মোট জাতীয় আয় অনুসারে বিভিন্ন দেশকে চারটি আয় গ্রুপে ভাগ করে বিশ্বব্যাংক।
এরমধ্যে যাদের মাথাপিছু জাতীয় আয় ১ হাজার ৪৫ ডলার বা তার নিচে, তাদের বলা হয় নিম্ন আয়ের দেশ। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এ তালিকাতেই ছিল।
কিন্তু বাংলাদেশের বর্তমান মাথাপিছু জাতীয় ১ হাজার ৩১৪ ডলার। আর এ কারণেই বাংলাদেশ নতুন তালিকায় স্থান করে নিয়েছে। এখন থেকে নিম্ন মধ্য আয়ের (এলএমআই) দেশ হিসাবে বিশ্বে পরিচিতি পাবে বাংলাদেশ।
বর্তমান সরকারও ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে।
এর আগে মানব উন্নয়ন সূচকসহ বিভিন্ন খাতে বাংলাদেশের প্রশংসা করেছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের ওই তালিকায় বাংলাদেশের পর কেনিয়া, মায়ানমার এবং তাজিকিস্তানও রয়েছে।
বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এমএ/