ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজস্ব আদায়ের সম্ভাবনাময় ক্ষেত্র পানগাঁও টার্মিনাল

স্টাফ করেসমপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
রাজস্ব আদায়ের সম্ভাবনাময় ক্ষেত্র পানগাঁও টার্মিনাল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের প্রথম নৌ-কন্টেইনার টার্মিনাল পানগাঁও রাজস্ব আদায়ে সম্ভাবনার ক্ষেত্র হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

শুক্রবার (৩ জুলাই) বুড়িগঙ্গার তীরে দক্ষিণ কেরাণীগঞ্জের কোন্ডা ইউনিয়নের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (আইসিটি) পরিদর্শন শেষে নজিবুর রহমান  এ কথা জানান।



এনবিআর চেয়ারম্যান বলেন, বিশ্বের সব দেশে আমদানি-রপ্তানিতে নৌ-টার্মিনাল ব্যবসার অপার সম্ভাবনার ক্ষেত্র। সব দেশ এ সুযোগকে কাজে লাগাতে পারলে আমরা কেন নয়? পানগাঁও টার্মিনাল পুনরায় চালুর মাধ্যমে আমরাও এ সুযোগ কাজে লাগাব।

চেয়ারম্যান বলেন, প্রচারের অভাবে এ টার্মিনাল পরিচিতি পাচ্ছে না। খুব শিগগিরই আমদানি ও রপ্তানিকারকদের কাছে এ টার্মিনাল পরিচতি পাবে।

চলতি বছরের মধ্যেই টার্মিনাল চালুর কথা জানিয়ে নজিবুর রহমান বলেন, আমরা একটি ত্রৈমাসিক পরিকল্পনা তৈরি করছি। আশা করি, তিন মাসের মধ্যে এ টার্মিনাল চালু হবে।

টার্মিনাল চালু ও ব্যবস্থায় কৃষি, নৌ, বিজ্ঞান ও প্রযুক্তি, টেলিযোগাযোগ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে বলে জানান চেয়ারম্যান।

আমদানি-রপ্তানিকারকদের এ টার্মিনালে উৎসাহিত করতে এফবিসিসিআই ও অর্থমন্ত্রীর সাথে আলাদা আলাদা বৈঠক করার আশ্বাস দেন নজিবুর রহমান।

পরিদর্শনের সময় রাজস্ব বোর্ড ও কাস্টমস হাউজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অর্থায়নে প্রায় ৮৮ একর জমিতে নির্মিত এ টার্মিনাল ২০১৩ সালের ৭ নভেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেড়শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ টার্মিনালে বছরে সোয়া লাখ কন্টেইনার হ্যান্ডেলিং করা যাবে। বেশ কিছু জটিলতার কারণে এ টার্মিনাল চালু হয়নি।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
আরইউ/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।