ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদে পাঞ্জাবি-টুপির বেচাকেনা

তাবারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
ঈদে পাঞ্জাবি-টুপির বেচাকেনা ছবি : সংগৃহীত

ঢাকা: ঈদে নতুন পাঞ্জাবি ও টুপি যেন বাঙালি মুসলিম সম্প্রদায়ের মানুষের অপরিহার্য অঙ্গ। সে কারণে উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সবারই যেন ঈদে পাঞ্জাবি ও টুপি কেনা একটি প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে।


 
এ কারণে ঈদ ঘনিয়ে এলে বিক্রেতারাও ক্রেতাদের চাহিদা মাথায় রেখে বিভিন্ন ডিজাইন, রঙ ও বাহারি পাঞ্জাবি ও টুপি দিয়ে দোকান সাজিয়ে রাখেন।
 
আর কয়েক দিন পর ঈদ-উল ফিতর। এরই মধ্যে রাজধানীর শুধু অভিজাত শপিং কমপ্লেক্সই নয়, ছোট মার্কেট, প্রধান সড়কের মোড় ও ফুটপাতে পাঞ্জাবি ও টুপির দোকান বসে গেছে।
 
শনিবার (০৪ জুলাই) রাজধানীর বিভিন্ন মার্কেট ও শপিংমল ঘুরে দেখা যায়, সব পাঞ্জাবি ও টুপির দোকানে ক্রেতাদের ভিড় লেগেছে। ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে দর কষাকষি চলছে।
 
মৌচাকের ফরচুন শপিংমল, শান্তিনগরের টুইন টাওয়ার কনকর্ড শপিং কমপ্লেক্স, বায়তুল মোকাররম মসজিদ মার্কেট, গুলিস্তান শপিং কমপ্লেক্স, শাহবাগের আজিজ সুপার মার্কেট, নিউমার্কেটসহ বিভিন্ন শপিংমলের পাঞ্জাবির দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা যায়।
 
এ সব মার্কেটের বিক্রেতারা জানিয়েছেন, তাদের দোকানে ৫০০ টাকা থেকে ৮ হাজার টাকা দামের পাঞ্জাবি পাওয়া যায়। বিভিন্ন ডিজাইন, রঙ ও ছোট-বড় নানান সাইজের এ সব পাঞ্জাবি রয়েছে।
 
অন্যদিকে, নিম্ন ও মধ্যবিত্তদের জন্য পাঞ্জাবি ও টুপি সংগ্রহের ভরসা রাজধানীর বিভিন্ন ছোট ছোট মার্কেট ও ফুটপাতের দোকানপাটগুলো।
 
সরেজমিন রাজধানীর পুরানা পল্টন, বায়তুল মোকাররম ও গুলিস্তান এলাকায় দেখা যায়, হকাররা ফুটপাতের ওপর পাঞ্জাবি ও টুপির দোকান দিয়ে বসেছেন। এ সব দোকানে ক্রেতাদের আনাগোনাও বেশ ভালো।
 
তবে বিক্রেতারা বলছেন, এখনো আশানুরূপ বিক্রি শুরু হয়নি। ক্রেতারা বাজারে ঘুরে ঘুরে পছন্দের পাঞ্জাবি ও টুপিসহ বিভিন্ন কাপড়-চোপড় দেখে যাচ্ছেন। অনেকে আবার কিনেও নিয়ে যাচ্ছেন বলে তারা জানিয়েছেন।
 
রাজধানীর জিরো পয়েন্ট সংলগ্ন রিয়াজ উদ্দিন মার্কেটে যে কয়েকটি দোকান রয়েছে, সেগুলোতে শুধু পাঞ্জাবি ও টুপি বিক্রি করা হচ্ছে।
 
এ মার্কেটে সাদা পাঞ্জাবি বিক্রেতা জয়নাল আবেদীন বলেন, ঈদের বেচাকেনা ‍শুরু হয়েছে বলা যায়। শুক্রবার থেকে ক্রেতাদের ভিড় লেগেছে। তুলনামূলক সাশ্রয়ী দামে সেই সব দোকানে ছোট-বড় সবার জন্য বিভিন্ন রংয়ের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে।
 
এ সব দোকানে ২০০ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকা দামের পাঞ্জাবি রয়েছে বলে জানান জয়নাল আবেদীন।
 
এ মার্কেটের কয়েকশ গজ দক্ষিণ দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের গোলাপ শাহ মাজার এলাকা ও আশেপাশের ফুটপাতে পাঞ্জাবি ও টুপির দোকান খুলে বসেছেন অসংখ্য হকার।
 
টুপি বিক্রেতা আলম জানান, তার দোকানে নানান ডিজাইন ও রঙেয়ের টুপি রয়েছে। এসব টুপির মূল্য সর্বনিম্ন ৩০ টাকা থেকে সর্বোচ্চ ২৫০ টাকা।
 
যদিও টুপিতে বাংলাদেশ, তার্কি, পাকিস্তানে প্রস্তুত বলে লেখা রয়েছে; কিন্তু সব ধরনের টুপি বাংলাদেশেই তৈরি হয় বলে জানালেন তিনি।
 
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
টিএইচ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।