ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আগস্টে বেসিস-গ্রামীণফোনের ‘বাংলাদেশ ইন্টারনেট উইক’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
আগস্টে বেসিস-গ্রামীণফোনের ‘বাংলাদেশ ইন্টারনেট উইক’ ছবি: সংগৃহীত

ঢাকা: আসছে আগস্টে দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ ইন্টারনেট উইক ২০১৫’ শীর্ষক ইন্টারনেট উৎসব। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং গ্রামীণফোন যৌথভাবে এ উৎসবের আয়োজন করছে।



মঙ্গলবার (০৭ জুলাই) বসুন্ধরা আবাসিক এলাকায় জিপি হাউজে বেসিস এবং গ্রামীণফোনের মধ্যে এ সংক্রান্ত এক সমঝোতা স্মারক সই হয়।

স্মারকে বেসিসের নির্বাহী পরিচালক সামী আহমেদ এবং গ্রামীণফোনের প্রধান ক্রয় কর্মকর্তা আসিফ মোহাম্মদ তৌহিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

পরে এক সংবাদবিজ্ঞপ্তিতে বেসিস জানায়, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগিতায় চলতি বছরের ২৪ আগস্ট থেকে পর্যায়ক্রমে দেশের তিনটি বিভাগীয় শহরে বড় প্রদর্শনীর আয়েঅজন করা হবে।

এছাড়া ৪৮৭টি উপজেলায় একটি করে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে এই উৎসবের আয়োজন করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। উৎসব চলবে ৩০ আগস্ট পর্যন্ত।

উৎসবে ই-কমার্স, ওয়েব পোর্টাল, মোবাইল অ্যাপ্লিকেশন ও সারাদেশের স্থানীয় মোবাইল ভিত্তিক নানা উদ্ভাবনী সপ্তাহ জুড়ে প্রচার ও প্রদর্শন করা হবে।

উৎসব ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মশালা, সেমিনার এবং সংবাদমাধ্যমগুলোতে পলিসি বৈঠকের আয়োজন করা হবে।  

প্রতিবছর নূন্যতম ১ কোটি ইন্টারনেট গ্রাহক বাড়ানো এবং জনসাধারণকে আরও বেশি অনলাইন সেবার আওতায় আনা ও ইন্টারনেটভিত্তিক উদ্যোক্তাদের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতেই এ আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে বেসিস।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে বেসিসের সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ, সহ-সভাপতি এম রাশিদুল হাসান, যুগ্ম-মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, পরিচালক আশরাফ আবির ও আরিফুল হাসান অপু উপস্থিত ছিলেন।

আর গ্রামীণফোনের পক্ষে ছিলেন প্রধান অর্থনৈতিক কর্মকর্তা দিলীপ পাল, প্রধান কর্পোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মাহমুদ হোসেন, প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান, পরিচালক (স্টেক হোল্ডার রিলেশন) ইশতিয়াক হোসেন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
পিআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।