ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মুসক দিবস

রাজশাহী বিভাগে ২১ প্রতিষ্ঠানকে সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
রাজশাহী বিভাগে ২১ প্রতিষ্ঠানকে সম্মাননা

রাজশাহী: সর্বোচ্চ ‍মূল্য সংযোজন কর (মূসক) দেওয়ায় রাজশাহী বিভাগের ২১ প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে।

উৎপাদন, সেবা ও ব্যবসা এই তিন খাতে ৮ জেলার এসব প্রতিষ্ঠানকে সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়েছে।



শুক্রবার (১০ জুলাই) দুপুরে জাতীয় মূসক দিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে বিজয়ীদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীর উদ্যোগে এ সম্মাননা দেওয়া হয়েছে।

রাজশাহী জেলায় উৎপাদন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে মুসলিম কসমেটিকস অ্যান্ড হারবাল কেয়ার, আর সেবা ও ব্যবসায় রাজশাহী গণকপাড়ার রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার এবং রাজশাহীর সাহেব বাজারের প্রাইড শাড়ি।

বগুড়া জেলায় উৎপাদন ক্যাটাগরিতে পিসিএল প্লাস্টিক গন্ডগ্রাম, সেবা ও ব্যবসায় বগুড়ার এশিয়া সুইট মিট কাজী নজরুল ইসলাম এবং এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডকে সম্মাননা দেওয়া হয়।

পাবনা জেলায় উৎপাদন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও এগ্রোভেট ডিভিশন এবং সেবায় পেয়েছে আব্দুল হামিদ রোডের লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার।

সিরাজগঞ্জ জেলার উৎপাদন ক্যাটারিতে বাংলাদেশ দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি এবং ব্যবসায় কালিবাড়ীর আব্দুল হামিদ ভূঁইয়াকে পুরস্কৃত করা হয়।

নওগাঁ জেলায় উৎপাদন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে সান্তাহার রোডের নিউ ব্রাদার্স বিস্কুট, সেবা ও ব্যবসায় যৌথভাবে নওগাঁ মিষ্টান্ন ভাণ্ডার-১ এবং সাপাহারের মেঘলা এন্টারপ্রাইজ।

উৎপাদন ক্যাটাগরিতে জয়পুরহাট সুপার মিলস লিমিটেড, সেবা ও ব্যবসায় যথাক্রমে মারওয়ারি পট্টির শর্ম্মা মিষ্টান্ন ভাণ্ডার এবং সদর রোডের হাসান ট্রেডিংকে পুরস্কার দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় উৎপাদন ক্যাটাগরিতে ঈগল ফুডস, সেবা ও ব্যবসায় জেলার উদয়ন মোড়ের আলাউদ্দিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং পুরাতন বাজারের মেসার্স অ্যানিমন স্টোরকে পুরস্কৃত করা হয়।

নাটোরে উৎপাদন ক্যাটাগরিতে মেসার্স আনন্দময়ী স্টেইনলেস স্টিল এবং সেবায় স্টেশন রোডের নাটোর টাউন প্রেসকে পুরস্কার দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।