ঢাকা: নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক নাগরিকত্ব দিলো ইতালির বলোনিয়া শহর কর্তৃপক্ষ।
গত ৮ জুলাই শহরের সিটি হলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে এ নাগরিকত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালির পার্লামেন্টের স্পিকার লরা বলদ্রিনি, সাবেক প্রধানমন্ত্রী রোমানো প্রোদি ও তার স্ত্রী, সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট সিমোনা লেমব্রিসহ বিশিষ্ট নাগরিকরা।
মেয়র বলদ্রিনি তার বক্তৃতায় ড. ইউনূসের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ইতালিসহ বিশ্বব্যাপী এ ধরনের কার্যক্রমের প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন আগত অতিথিদের আন্দোলিত করে।
বেশ কিছু কর্মসূচিতে যোগ দিতে গত ১ জুলাই ইতালি যান ড. ইউনূস। সফরের প্রথম দিন থেকে ৩ জুলাই পর্যন্ত মিলানে অনুষ্ঠিত সোশ্যাল এন্টারপ্রাইজ ওয়ার্ল্ড ফোরামে প্রধান বক্তা হিসেবে যোগ দেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নীতি ও কর্মকাণ্ড নিয়ে আলোচনা, মতবিনিময় ও নিজেদের মধ্যে নেটওয়ার্ক গড়ে তুলতে আয়োজিত এ ফোরামে বিশ্বের সহস্রাধিক প্রতিনিধি অংশ নেন।
ফোরামে ড. ইউনূসের সঙ্গে প্যানেল আলোচনায় যোগ দেন ইতালির কৃষি, খাদ্য ও বন বিষয়ক মন্ত্রী মৌরিজিও মার্টিনা, সাবেক ক্রীড়ামন্ত্রী ও হিউম্যান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট গিওভান্নি মেলান্দ্রি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও নারী অধিকারকর্মী এমা বনিনো।
এরপর ৪ জুলাই উত্তর ইতালি থেকে দক্ষিণের নাপল্স শহরে একটি ট্রেন যাত্রায় অংশ নেন ড. ইউনূস। এই ট্রেন যাত্রায় তিনি ৫০ ইতালিয়ান তরুণের সঙ্গে তারুণ্যের করণীয় নিয়ে আলোচনা করেন। ওই যাত্রার পর শহরটির স্কামপিয়া পরিদর্শন করেন নোবেলজয়ী এ অর্থনীতিবিদ। এসময় সেখানকার বেকারত্ব এবং মাদক ও সন্ত্রাসের সংকটের সমাধানে নেতৃস্থানীয় ব্যক্তিদের বিভিন্ন পরামর্শ দেন তিনি।
সফরে ড. ইউনূস ইতালির বৃহত্তম ব্যাংকের ফাউন্ডেশন ‘কারিপলো ফাউন্ডেশন’ আয়োজিত একটি অনুষ্ঠানেও বক্তব্য রাখেন। একইসঙ্গে বেকারত্ব নিরসনে সামাজিক ব্যবসা ফান্ড গড়ে তোলার বিষয়ে কারিপলো ফাউন্ডেশনের সভাপতি গুইসেপ্পে গুৎসেট্টির সঙ্গে পৃথক বৈঠকেও মিলিত হন।
৭ জুলাই এক্সপো মিলানো ২০১৫ এ ‘দ্য আদার হাফ অব দ্য প্লানেট- উইমেন’স উইক’ শীর্ষক কর্মসূচিতে মূল বক্তব্য রাখেন ড. ইউনূস। একই দিন মিলান শহরের সাবেক মেয়র লেটিজিয়া মোরাট্টি আয়োজিত ‘উইমেন ইন বিজনেস’ শীর্ষক আরেকটি বিশেষ ফোরামে মূল বক্তব্য দেন তিনি। এছাড়াও ড. ইউনূস ফ্রান্সের সোশ্যাল বিজনেস ফান্ড ‘ড্যানোন কমিউনিটিস’ আয়োজিত একটি কনফারেন্সেও বক্তব্য রাখেন।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় ইউনূস সেন্টারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
এইচএ