ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে অলঙ্কার

বেলাল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে অলঙ্কার ছবি : আরিফ জাহান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: ঈদের নতুন পোশাকের সঙ্গে মানিয়ে মানানসই অলঙ্কার পড়েন নারীরা। আগে গহনা বলতে সোনা বা রূপাকে বুঝালেও কালের পরিবর্তনে তার ধরণেও নতুন অনুসঙ্গ যুক্ত হয়েছে।



এরপরও স্বর্ণ-রূপার কদর কিন্তু কমতি নেই। সাধ ও সাধ্য অনুযায়ী বিভিন্ন বয়সের নারীরা অঙ্গে জড়ান বাহারি ডিজাইনের অলঙ্কার।

নিত্যনতুন ডিজাইন আর দামে ইমিটেশন গহনা সোনা-রূপার স্থান দখলে নিয়েছে। পার্টি কিংবা যে কোন অনুষ্ঠানে সোনালি রঙের ইমিটেশনের গহনা ব্যবহার করছেন মেয়েরা। আর ঈদের নতুন পোশাকের সঙ্গে তো কথাই নেই।

এবার ঈদকে সামনে রেখে বগুড়ার ব্যবসায়ীরাও শহরের শপিংমলগুলোতে ইমিটেশন সম্ভার গড়ে তুলেছেন! বাহারি ডিজাইন ও কারুকার্যের এসব অলঙ্কার থরে থরে দোকানগুলোতে সাজিয়ে রেখেছেন তারা।

ক্রেতারাও ঘুরে ঘুরে ও দেখে শুনে পরখ করেই কিনছেন পছন্দের গহনাটি।

ইমিটেশন জুয়েলারি ব্যবসায়ী আব্দুস সামাদ, আব্দুল মোমিন বিল্লাহ বাংলানিউজকে জানান, ঈদ সামনে রেখে এবার বাহারি ডিজাইনের ইমিটেশন অলঙ্কার দোকানে তুলেছেন তারা।

শুধু মধ্যবিত্ত‌ই নয়, তাদের সঙ্গে শহরের উচ্চবিত্ত পরিবারের নারীরাও এসব অলঙ্কার কিনছেন।

বিক্রেতারা বলছেন, এবার ভারত, চীন, ইন্দোনেশিয়া, কোরিয়া, নেপাল, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের আকর্ষণীয় ইমিটেশনের অলঙ্কার পাওয়া যাচ্ছে।      

এরমধ্যে কিরণমালার গহনা সেট, লহর মালা, কাশ্মীরি ঝুমকা, ডায়মন্ড কাটিং চুড়ি, ব্লু-টুথ কানের দুল, ব্রাইডাল সেট, কুন্দল সেট, নেকলেস, পায়েল, সীতা হার, বাজু, কোমরের বিছা, লকেট, রাঁখি ইত্যাদি উল্লেখযোগ্য।

দোকানিরা জানান, শপিংমলগুলোতে ৩০০-৫৫০টাকায় রকমারি কানের দুল, ৩৫০-১৫০০ টাকায় গলার চেইন, ২৫০-১০৫০ টাকায় আংটি, ৩৫০-১৪০০ টাকায় ব্রেসলেট ২০০-৩০০০ টাকায়, ৩০০-৫০০০ টাকায় চুড়ি, ৩৫০- ২০০০ টাকায় মাথার টিকলি পাওয়া যাচ্ছে।

আবদুর রশিদ নামে এক বিক্রেতা বাংলানিউজকে জানান, ঈদের আগমুহূর্তে রমজানের শেষ দিকে তাদের সব চেয়ে বেশি বেচাকেনা হয়। কেননা আগে সবাই বিভিন্ন ধরনের পোশাক ও শাড়ি কিনে থাকেন।

‘এরপর সেই সব পোশাক বা শাড়ির সঙ্গে ম্যাচিং করে  ইমিটেশনের বাহারি ডিজাইনের অলঙ্কার কেনেন নারীরা। ’

ইমিটেশনের অলঙ্কার কিনতে আসা গৃহবধূ সাবিনা ইসলাম, কলেজছাত্রী সুরাইয়া আকতার বলেন, এসব শপিংমলে সাজিয়ে রাখা সব গহনাই আমাদের পছন্দ। কিন্তু সব তো আর কেনা সম্ভব নয়। তাই ঘুরে ঘুরে পছন্দের গহনা কিনেছি।

অন্যান্য বারের থেকে এবার অলঙ্কারের দাম বেড়েছে বলে অভিযোগ করেছেন তারা।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
এমবিএইচ/এমএ
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।