ঢাকা: এক সময়ে পাট ছিল বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। সময়ের আবর্তনে সেটি হারিয়ে গেলেও আবার ঘুরতে শুরু করেছে দিন।
এ বছর পাটের ফলন ভালো, দামটাও বেশ। কৃষক এখন ব্যস্ত পাট সংগ্রহে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ফরিদপুর জেলায় পাটের বাম্পার ফলন হয়েছে। ভাংগা থানার বামনকান্দা গ্রামের কৃষক আনোয়ার এখন পাট কাটা, পানিতে পচানো, রোদে শুকানোর কাজে মহাব্যস্ত, কথা বলার সময় নেই।
এবার পাটের দাম কেমন যানতে চাইলে তিনি বলেন, প্রথমে তো দাম ভাল পাওয়া যায়, কিন্ত পরে দাম কমে যায়। ধান বা গমের চেয়ে পাট সংগ্রহ অনেক কষ্টের। কিন্তু সে অনুযায়ী মূল্য পাওয়া যায় না। এজন্য পাট চাষ করতে ইচ্ছা করে না।
কয়েকটি হাট ঘুরে দেখা গেছে, মহাজনরা এখন পাট নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাট কিনে কিনে আড়ত ভরছেন তারা।
পাট ব্যাপারি খলিল বাংলানিউজকে বলেন, প্রথমে ২ হাজার টাকা মণ সংগ্রহ করেছি। এখন ১ হাজার ৬শ’ থেকে ৭শ টাকা’ কেনা হচ্ছে।
মালিগ্রাম হাটে পাট বিক্রি করে বাড়ি ফিরছেন কৃষক চান মিয়া। বাংলানিউজকে তিনি বলেন, এবার ফলন ভাল হয়েছে। দাম ও মোটামুটি। ২ হাজার টাকা মণ বিক্রি করতে পারলে কিছুটা লাভ করা যেতো। কামলা খরচ দিয়ে লাভ টেকে না।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৫
এজেডকে/জেডএম