ঢাকা: টানা ১১ দিন ধরে বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাসসহ কয়েকটি দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করছেন সোয়ান গার্মেন্টস শ্রমিকরা।
বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ১১তম দিনে চলা এ কর্মসূচিতে সহযোগিতা করেছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
গার্মেন্টস শ্রমিকরা জানান, তিন মাসের (এপ্রিল, মে ও জুন) বকেয়া বেতন ও ঈদ বোনাস প্রদান, বন্ধ কারখানা খুলে দেয়া এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তারা এ অবস্থান কর্মসূচি পালন করছেন।
হঠাৎ করে চাকরিচ্যুত হওয়া এসব গার্মেন্টস শ্রমিকের অভিযোগ, তাদের পরিশ্রমের টাকা দিয়ে সংসার চলে। অথচ গত তিন মাস ধরে কোনো বেতন-ভাতা পান নি। এছাড়া কাজ করার সুযোগও হারিয়েছেন। সহায় সম্বলহীন তাদের একমাত্র ভরসা গার্মেন্টসের কাজ। সেটাও হারিয়ে তারা এখন পথে বসার উপক্রম।
অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া সোয়ান গার্মেন্টস কর্মী আরমান হোসেন জাহিদ বলেন, একে তো তিন মাস ধরে বেতন ভাতা নেই, এরওপর গার্মেন্টস মালিকদের মামলা আর হয়রানি যোগ হয়েছে। আমাদের মতো সাধারণ মানুষের এতো ঝামেলা সামলানো বেশ কষ্টকর।
রেহেনা, শাহানাসহ আন্দোলরত গার্মেন্টস কর্মীরা বলেন, আমাদের আয়ের দিকে চেয়ে থাকে পরিবারের সদস্যরা। গত তিনমাস ধরে খুবই দুর্বিষহ জীবনযাপন করছি। কিন্তু কথা কেউ শুনছে না। আমরা তো কাজ করে টাকা উপার্জন করি। তাহলে আমাদের ওপর কেন মালিকপক্ষের এতো অত্যাচার।
বুধবার সকাল থেকেই প্রেসক্লাবের সামনে তৃণমূল পর্যায়ের এই গার্মেন্টসকর্মীদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়। সবার মাঝে রয়েছে হতাশা আর শঙ্কা। গান, বক্তব্য আর শ্রমিকদের নিজের কথা, বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এ কর্মসূচি পালন করতে দেখা গেছে।
সরকারের দৃষ্টি আকর্ষণ করে এসব কর্মী জানান, তাদের কাজ করার সুযোগ ফিরিয়ে দেয়ার পাশাপাশি বকেয়া বেতন ভাতা দেয়া হোক। নইলে তারা খুবই বিপদে পড়বেন।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র সাংগঠনিক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, শ্রমিকদের আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে কাল বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাও করার কর্মসূচি রয়েছে। এছাড়া শুক্রবার (২৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
একে/এইচআর/জেডএম