ঢাকা: অবশেষে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য রাজধানীর সোনালী উন্নয়ন ফাউন্ডেশনকে দেওয়া সনদ বাতিল করেছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি(এমআরএ)।
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন-২০০৬ ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি বিধিমালা-২০১০ এর শর্তাবলী পরিপালনে ব্যর্থ হওয়ায় সনদ বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটি ২০০৯ সালে এ সনদ পায়। এর প্রধান কার্যালয় ঢাকার বেগম রোকেয়া সরণিতে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সাতক্ষীরা, বরগুনা, পাবনাসহ বিভিন্ন জেলা থেকে নানা ভাবে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
জানা গেছে, সোনালী উন্নয়ন ফাউন্ডেশন বিভিন্ন জেলায় অফিস খোলে। বেশি লাভ পাওয়ার আশায় পাঁচ বছর ও ১০ বছর মেয়াদি ১০০ থেকে এক হাজার টাকার ডিপিএস (সঞ্চয়ী আমানত) করেন স্থানীয় হাজার হাজার মানুষ। বাড়ি বাড়ি গিয়ে প্রতি মাসে টাকা তোলেন সংস্থার মাঠকর্মীরা।
একই সঙ্গে পাঁচ বছর ও ১০ বছর মেয়াদি ১০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত মেয়াদি আমানতের হিসাবও খোলেন গ্রাহকেরা। তবে মেয়াদ শেষে এখন আসল টাকা তুলতেও ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকেরা।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
এনএস