ঢাকা: সফল ৮ ক্ষুদ্র উদ্যোক্তাকে পুরস্কৃত করেছে সিটি গ্রুপের মানবকল্যাণমুখী সংগঠন সিটি ফাউন্ডেশন। পুরস্কার হিসেবে সফল উদ্যোক্তাদের মাঝে বিতরণ করা হয় অর্থ, ক্রেস্ট ও সনদ।
শনিবার (০১ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ’১০ম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার’ প্রদান উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি এশিয়া প্যাসিফিক কর্পোরেট এ্যাফেয়ার্স বিভাগের ব্যবস্থাপনা পরিচালক ও কর্পোরেট সিটিজেনশিপের প্রধান রেজিনা সো, সিটি ব্যাংক এনএ বাংলাদেশের পরিচালক ও ভারপ্রাপ্ত সিটি কান্ট্রি অফিসার সাজেদুল ইসলাম, ক্রেডিট ও ডেভেলপমেন্ট ফোরাম’র (সিডিএফ) নির্বাহী পরিচালক মো. আব্দুল আউয়াল প্রমুখ।
১০ম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কারের শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা ক্যাটাগরিতে বিজয়ী হয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার লাভ করেন চুয়াডাঙ্গার মো. ওলি উল্লাহ। এই ক্যাটাগরিতে রানার-আপ হিসেবে ১ লাখ টাকা পুরস্কার পান বগুড়ার মো. নুর ইসলাম শেখ।
শ্রেষ্ঠ মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে সাড়ে ৩ লাখ টাকা পুরস্কার পেয়েছেন ঠাকুরগাঁওয়ের মোছা. ফাতেমা খাতুন।
এই ক্যাটাগরিতে রানার আপ হয়ে এক লাখ টাকা পুরস্কার পান গাজীপুরের মোমেনা আক্তার ।
শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা ক্যাটাগরিতে বিজয়ী হয়ে যশোরের প্রহলাদ বর্মন পুরস্কার পেয়েছেন সাড়ে ৩ লাখ টাকা। এই ক্যাটাগরিতে রানার-আপ চুয়াডাঙ্গার মো. উসমান গনি পুরস্কার পেয়েছেন ১ লাখ টাকা।
শ্রেষ্ঠ ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে ৩ লাখ টাকা পুরস্কার পেয়েছে সাজেদা ফাউন্ডেশন। আর শ্রেষ্ঠ সৃজনশীল ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিদীপ) ৪ লাখ টাকা পুরস্কার পেয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, আমাদের সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো দারিদ্র্য দূর করা ও আয়ের বৈষ্যম দূর করা। সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ২০০৯ সালে যখন সরকার ক্ষমতাগ্রহণ করে তখন দেশের ৪৪ শতাংশ মানুষ দারিদ্র সীমায় ছিলো। এখন এটি কমে ২২ থেকে ২৩ শতাংশে চলে এসেছে। আর অতি দরিদ্রের হার ১০ শতাংশে নেমে এসেছে।
ক্রেডিট ও ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ) এর নির্বাহী পরিচালক মো. আব্দুল আউয়াল বলেন, ২০০৫ সাল থেকে আমরা এই পুরস্কার চালু করেছি। এ পর্যন্ত ৩৬ জন ক্ষুদ্র উদ্যোক্তা ও ১২টি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫
এএসএস/আরআই