ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিএসআর চালুতে সরকারের প্রতি গর্ভনরের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
সিএসআর চালুতে সরকারের প্রতি গর্ভনরের আহ্বান গভর্নর ড. আতিউর রহমান / ফাইল ফটো

ঢাকা: রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি (সিএসআর) চালু করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।

শনিবার (১আগস্ট)  বিকেলে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমীতে বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০১৪ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গর্ভনর এ আহবান জানান।



গর্ভনর বলেন, রেমিটেন্স আহরনে বাংলাদেশের অবস্থান এখন সাত নম্বরে। প্রথমস্থানে যেতে দেশ থেকে দক্ষ জনশক্তি প্রেরণ করা প্রয়োজন।

আর দক্ষ জনশক্তি গড়ার প্রশিক্ষণ দিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সিএসআর কার্যক্রম চালু করা প্রয়োজন। চালু করতে আমি সরকারের কাছে আহবান জানাচ্ছি।

আতিউর রহমান বলেন, বেসরকারি ব্যাংকগুলো বিদেশে কর্মী পাঠাতে নতুন নতুন প্রোডাক্ট চালু করতে পারে। এতে জমি বিক্রি করে বিদেশে যাওয়া বন্ধ হবে।

অনাবাসী-প্রবাসী বাংলাদেশী ওয়েজ আর্নারদের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে ঘোষণা এবং বিশেষ নাগরিক সুবিধা প্রদানের ব্যবস্থা করার আশ্বাস দেন গর্ভনর।

রূপালী ব্যাংকের এমডি এম ফরিদ উদ্দিন রেমিটেন্স আহরন বৃদ্ধি করতে ব্যাংকের সিএসআরের টাকা দিয়ে দক্ষ জনশক্তি গড়ার প্রশিক্ষণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে গর্ভনর চার ব্যাংকের সিএসআর চালু করতে সরকারের প্রতি আহবান জানান।

২০১৪ সালের ৪ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে চিঠি দিয়ে সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংকের সিএসআর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ২১জন দক্ষ কর্মী, ৫জন সাধারণ কর্মী, ৫জন বন্ড বিনিয়োগকারী ও ২টি অনবাসী বাংলাদেশি মানি একচেঞ্জ কোম্পানীকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। ২৬জন কর্মীর মধ্যে ১১জনের রেমিটেন্স এসেছে জনতা ব্যাংকে, ৪জনের ইসলামী ব্যাংকে, ৪জনের স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকে, ৪জনের এইচএসবিসি, ২জনের সোনালী, ২জনের এনআরবি কমার্শিয়াল, ৪জনের অগ্রণী, রূপালী, সিটি ও আল আরাফাহ ব্যাংকে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ডেপুটি গর্ভনর এসকে সুর চৌধুরী, আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, নাজনীন সুলতানা, রূপালী ব্যাংকের এমডি এম ফরিদ উদ্দিন, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমীর অধ্যক্ষ কেএম জামশেদ উজ্জামান, এবিবির চেয়ারম্যান আলী রেজা ইফতেখার এবং রেমিটেন্স অ্যাওয়ার্ড গ্রহনকারী প্রবাসীরা।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫/আপডেট ২০৪৫ ঘণ্টা
এসই/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।