ঢাকা, শনিবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

স্ট্যান্ডার্ড চার্টাড অ্যাগ্রো আওয়ার্ড পেলেন ১০ কৃষক-প্রতিষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, আগস্ট ২, ২০১৫
স্ট্যান্ডার্ড চার্টাড অ্যাগ্রো আওয়ার্ড পেলেন ১০ কৃষক-প্রতিষ্ঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের কৃষিখাতে অবদানের জন্য ১০ কৃষক ও প্রতিষ্ঠানকে যৌথভাবে অ্যাগ্রো অ্যাওয়ার্ড-২০১৫ দিয়েছে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

রোববার (০২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার তুলে দেওয়া হয়।



পুরস্কার প্রদান করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান ও স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার এ আনোয়ার।

অনুষ্ঠানের প্রধান অতিথি মতিয়া চৌধুরী বলেন, জিডিপিতে কৃষিখাতের অবদান ২০ শতাংশ। এ খাতকে আরও শক্তিশালী করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।

‘দক্ষিণাঞ্চলের কৃষি ও কৃষক টিকিয়ে রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে দেশের দ্বিতীয় বৃহত্তম বীজ বণ্টন খামার করা হবে পটুয়াখালীর দশমিনায়। দক্ষিণেই করা হবে সাউথ ডেল্টা প্ল্যান। এতে এক সময় বৃহত্তম বরিশালই বাংলাদেশের খাদ্য শস্য সরবরাহ করবে। ’

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের সর্ম্পক ভালো হওয়া আমরা তাদের কাছ থেকে বিদ্যুৎ আনতে পারছে। দেশের সীমানায় এখন অনেকগুলো স্থলবন্দর রয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে গর্ভনর ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাত হচ্ছে কৃষি খাত। কৃষিই আমাদের খাদ্য নিরাপত্তা দিয়েছে। গরীব মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও খাদ্য রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সহায়তা করছে।

এ জন্য ব্যাংকগুলোকে বিতরণ করা মোট ঋণের আড়াই শতাংশ কৃষিখাতে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।  

আবরার এ আনোয়ার বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ কৃষিখাত। আমাদের এই উদ্যোগ দেশজুড়ে হাজার হাজার কৃষক এবং কৃষিখাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবদান রাখা ও কৃষিখাত গড়ে তোলার ব্যাপারে উৎসাহিত করবে বলে আমি আশা করি।

২০১৪ সাল থেকে স্ট্যান্ডার্ড চার্টাড অ্যাগ্রো আওয়ার্ড দিয়েছে আসছে বেসরকারি স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক লিমিটেড।

এবছর কৃষিখাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য উদ্ভাবন ও গবেষনায় সেরা প্রতিষ্ঠান হিসেবে লাল তীর সিড লিমিটেড, সহায়তা ও বাস্তবায়নে সেরা প্রতিষ্ঠান ব্র্যাক ও কৃষিখাতে প্রযুক্তির ব্যবহার করায় আমার দেশ আমার গ্রামকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।  

এছাড়া  বছরের সেরা কৃষক (পুরুষ) বিল্লাল শিকদারকে ৫ লাখ টাকা, সেরা কৃষক (নারী)  ফাতেমা জোহরাকে ৫ লাখ টাকা, সেরা কৃষক (মার্কেট ফার্মার গ্রুপ) ইন্টিগ্রেটেড ফার্মিং গ্রুপকে ৫ লাখ টাকা দিয়েছে।

একই ক্যাটাগরিতে ৫০ হাজার টাকা করে সম্মাননা পুরস্কার পেয়েছেন আবু হানিফ মোড়ল, রেশমা বেগম ও ভার্মিকম্পোস্ট গ্রুপ।  

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৫
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।