ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সরকারই ইস্যু করবে ৫ টাকার নোট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
সরকারই ইস্যু করবে ৫ টাকার নোট

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের পরিবর্তে এখন থেকে পাঁচ টাকার মুদ্রা (কয়েন ও নোট) ইস্যু করবে সরকার। এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ৫ টাকার মুদ্রায় স্বাক্ষর করতেন।

আর এখন থেকে সরকারের অর্থ সচিব এ মুদ্রায় স্বাক্ষর করবেন।

সোমবার (০৩ জুলাই) ‘দ্য বাংলাদেশ কয়েনেজ (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট ২০১৫ খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ তথ্য জানান।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

বিদ্যমান আইন অনুযায়ী দুই টাকার নোট পর্যন্ত ইস্যু করে সরকার। আর এর উপরের সকল মুদ্রা ইস্যু করবে বাংলাদেশ ব্যাংক।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইন কার্যকর হলে ৫ টাকা পর্যন্ত কাগজের নোট বা ধাতব ম‍ুদ্রা করবে সরকার।
 
‘১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ জারির পর সরকারের ইস্যুকৃত মুদ্রা ছিল মোট মুদ্রার ১০ দশমিক ৭ শতাংশ। এখন হার কমতে কমতে গত নভেম্বরে এসে শূন্য দশমিক ৮৩ শতাংশ এসেছে।
 
মন্ত্রিপরিষদ সচিব জানান, ‘ভারতে সরকার ইস্যুকৃত ম‍ুদ্রা হচ্ছে এক দশমিক ৩৬ শতাংশ।

বাংলাদেশে নতুন আইন কার্যকর হলে ৫ টাকার মুদ্রা ইস্যু করবে সরকার। তবে বাংলাদেশ ব্যাংকের জারি করা নোটও চলবে পাশাপাশি। বাংলাদেশ ব্যাংকের জারি করা আগের মুদ্রা যখন ময়লা হয়ে যাবে, তখন বাজার থেকে এগুলো পর্যায়েক্রমে তুলে নেওয়া হবে। সরকারের ৫ টাকার নোট ইস্যুর পর সরকারের মুদ্রা ইস্যুর হার দাঁড়াবে এক দশমিক ৫ শতাংশ। এতে মুদ্রাস্ফীতি হবে না। কারণ কারেন্সি বাড়ছে না। যতগুলো তুলে নেওয়া হবে সেই সংখ্যায় ইস্যু করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
এসএমএ/বিএস

** ব্যাংক নোটের মর্যাদা হারাচ্ছে পাঁচ টাকা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।