ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সামাজিক দায়বদ্ধতা থেকে অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব খাতে পুনরায় অর্থায়ন, মোবাইল ব্যাংকিং ও পেমেন্ট সিস্টেম ডিজিটাইজেশনে উদ্যোগ এবং কৃষি ও এসএমই ঋণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান জানিয়েছেন।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) মালয়েশিয়ার কোচিংয়ে ‘গ্লোবাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লিডারস অ্যান্ড সিইও’স ফোরাম-২০১৫’ আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থাপিত প্রবন্ধে এ কথা বলেন তিনি।



অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মালয়েশিয়ান টেকনোলজি ডেভেলপমেন্ট করপোরেশনের (এমটিডিএস) প্রধান নির্বাহী  নরহালিম ইউনুস।

গর্ভনর বলেন, আমাদের এসব উদ্যোগের প্রভাব উন্নয়ন সহযোগী, ব্যবসায়ী সংগঠন, বুদ্ধিজীবী মহল এবং অলাভজনক সংস্থাগুলোর নজরে এসেছে। ব্যাংকিংয়ের মূলধারায় টেকসই অর্থায়ন বিশেষ করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহী ও অন্যান্য কর্মকর্তার ম‍ানসিকতার পরিবর্তন ঘটেছে। কৃষি, এমএসএমই এবং পরিবেশবান্ধব খাতে অর্থায়ন উদ্যোগ গ্রহণ এবং এসব খাতে বর্ধিতহারে অর্থায়ন লক্ষ্যমাত্রা নির্ধারণে আর্থিক খাতের সঙ্গে সামাজিক দায়বোধ সম্পন্ন অর্থায়ন নিবিড় ভাবে সম্পর্কযুক্ত।
 
গভর্নর আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক এমএসএমই খাতে অর্থায়ন উদ্যোগ বিশ্বপ্রবৃদ্ধির মন্দার মধ্যেও দেশীয় অর্থনীতিতে উচ্চমাত্রার প্রবৃদ্ধিসহ অভ্যন্তরীণ চাহিদা দ্বারা পরিচালিত টেকসই উৎপাদন, কর্মসংস্থান এবং আয় বৃদ্ধি করেছে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
এসই/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।