ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসবিএসি ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
এসবিএসি ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা: সম্প্রতি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

এসবিএসি ব্যাংকের উদ্যোগে অটোম্যাটিক ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) এবং ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ইজিপি) বিষয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।



এ কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলাম।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আশরাফ উদ্দিন খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মান্নান বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এসই/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।