ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এবি ব্যাংক-পলিসি রিসার্চের প্রবন্ধ আলোচনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
এবি ব্যাংক-পলিসি রিসার্চের প্রবন্ধ আলোচনা

ঢাকা: বেসরকারি এবি ব্যাংক লিমিটেডের কর্মকর্তাদের অংশগ্রহণে স্টিল ও প্রকৌশল, জ্বালানি খাত এবং বৈদেশিক মুদ্রায় ঋণ গ্রহণ সহজীকরণ শীর্ষক গবেষণা প্রবন্ধ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এবি ব্যাংক ও পলিসি রিসার্চ ইন্সিটিউটের যৌথ উদ্যোগে এ আলোচনা এবং উপস্থাপনা কর্মসূচির আয়োজন করা হয়।



রোববার (০৯ আগস্ট) ব্যাংকের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন দেশের অর্থনীতিবিদ ও গবেষক এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর। এতে ব্যাংকের ৪৫ কর্মকর্তা অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশ সময়: ০৮০৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।