ঢাকা: বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে ‘দেশে শিল্পায়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা এফবিসিসিআইতে অনুষ্ঠিত হয়েছে।
দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের (এফবিসিসিআই) উদ্যোগে সোমবার (১০ আগস্ট) সভাটি অনুষ্ঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি মো. সফিউল ইসলাম (মহিউদ্দিন), পরিচালক সাফকাত হায়দার, আবু নাসের, মিসেস হাসিনা নেওয়াজ, ইসমাইল হোসেন, মাসুদ পারভেজ ইমরান, আলহাজ হারুন-অর রশিদ, মনসুর আহমেদ কালাম বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আসাদ খান, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ-এর চেয়ারম্যান আলী রেজা ইফতেখার, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ শাহরিয়ারসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ঊধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় এফবিসিসআই সভাপতি বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে আর্থিক খাতের ব্যাপ্তি বেড়েছে বহুগুন। ব্যাংকিং খাত ক্রমেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বৈশ্বিক মন্দা পরবর্তী অবস্থা, দেশীয় বাস্তবতা এবং যুগের চাহিদার প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে দেশের ব্যাংকিং ব্যবস্থাকে ডিজিটালাইজড করার মাধ্যমে বিশেষ করে অনলাইন ব্যাংকিং, অটোমেটেড পেমেন্ট সিস্টেম, মোবাইল ব্যাংকিং প্রভৃতির মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থাকে পেপারলেস ব্যাংকিং জগতে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।
এছাড়াও ঝুঁকি ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনাসহ সামগ্রিক করপোরেট সুশাসনের বিষয়ে নজর দেওয়ার ফলে ব্যাংকিং খাতে শৃংখলা জোরদার হয়েছে। সেই সঙ্গে দেশের আর্থিক ও বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে ব্যাংকিং ব্যবস্থার সম্পৃক্ততা আরও বেড়েছে বলেন মাতলুব আহমাদ।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এএসএস/এএ