ঢাকা: কৃষি উৎপাদন বৃদ্ধি ও শস্য বহুমুখীকরণের মাধ্যমে কৃষদের জীবনমান পরিবর্তনে গ্রামীণ ক্ষুদ্র কৃষকদের স্বল্প সুদে জামানত ছাড়াই প্রাতিষ্ঠানিক ঋণ ও কার্যকর কারিগরি সহায়তা দেবে সরকার।
এজন্য প্রজেক্ট কনসালটেন্সি সার্ভিস ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
স্মল অ্যান্ড মারজিনাল সাইজড ফারমারস এগ্রিকালচারাল প্রডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট অ্যান্ড ডাইভারসিফিকেশন প্রজেক্টের (স্মাপ) আওতায় সার্ভিসটি ক্রয় করা হচ্ছে।
এতে ব্যয় হবে প্রায় ৮শ’ ২৪ কোটি টাকা। এর মধ্যে জাপান ইন্টারন্যাশন্যাল করপোরেশন এজেন্সি (জাইকা) দেবে প্রায় ৭শ’ ৫৭ কোটি টাকা। বাকি টাকা ব্যয় হবে জিওবি থেকে।
প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে, দেশের সব জেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্বল্প ও মধ্যম মেয়াদে শস্য, কৃষি যন্ত্রপাতি এবং প্রাণিসম্পদ খাতে ঋণ দেওয়া।
বাংলাদেশ ব্যাংক থেকে সর্বোচ্চ ৫ শতাংশ সুদে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক নিবন্ধিত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান টাকা নিয়ে কৃষকদের ঋণ দেবে। গ্রাহক পর্যায়ে সুদের হার নির্ধারণ করা হবে সর্বোচ্চ ১০ শতাংশ অথবা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনার মাধ্যমে।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
এসই/আইএ