ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জমকালো আয়োজন

বসুন্ধরা সিটি গ্র্যান্ড ঈদ র‌্যাফেল ড্র সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
বসুন্ধরা সিটি গ্র্যান্ড ঈদ র‌্যাফেল ড্র সম্পন্ন ছবি: দেলোয়া হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জমকালো আয়োজনে বসুন্ধরা সিটি গ্র্যান্ড ঈদ র‌্যাফেল ড্র-২০১৫ সম্পন্ন হয়েছে। এতে প্রথম পুরস্কার ব্র্যান্ড নিউ টয়োটা ভিআইওএস-১৫০০ সিসি কার জিতেছেন ‘ডব্লিউ-১৪৫৮০১’ নম্বর কুপনধারী ক্রেতা।


 
বুধবার (১৯ আগস্ট) বিকেলে বসুন্ধরা সিটির লেভেল-১  এর এট্রিয়াময়ে ড্র অনুষ্ঠানের মূল পর্ব অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১১টা থেকে দুপুর ২টা পযন্ত চলে ড্রয়ের প্রথম পর্ব।
 
দিনব্যাপী র‌্যাফেল ড্র অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশের জনপ্রিয় সংগীত শিল্পীরা দেশাত্ববোধক গান পরিবেশেন করেন।
 
এবার ছিল র‌্যাফেল ড্রয়ের ২০তম আসর। এবছর দেওয়া হয় ১১টি মেগা ও ১০৯টি সুপারসহ মোট ১২০টি পুরস্কার।
 
এরমধ্যে ‘ই-২৪৭৮৭৮’ কুপনধারী ক্রেতা পেয়েছেন দ্বিতীয় পুরস্কার। তিনি পেয়েছেন একটি ডায়মন্ড সেট। তৃতীয় পুরস্কার চেরি কিউকিউ৩ কার ৮১২ সিসি জিতেছেন ‘কে-১৯১২২৪’ নম্বরধারী কুপনের ক্রেতা।

‘এ-১৬৮২৯৪’ কুপনধারী ক্রেতা পেয়েছেন চতুর্থ পুরস্কার ৫ভরি স্বর্ণের গহনা। আর পঞ্চম পুরস্কার কক্সবাজারে তিনদিনের ট্যুর প্যাকেজ জিতেছেন ‘ই-২৪৪৫১২ নম্বর কুপনধারী ক্রেতা।

‘কিউ-১৯৪৮৯৩’ জিতেছেন ষষ্ঠ পুরস্কার ৩ ভরি ওজনের স্বর্ণের গহনা, সপ্তম পুরস্কার মাহেন্দ্র ১১০ সিসি স্কুটার পেয়েছেন ‘এম-১২৪০৭৫’ নম্বর কুপনধারী।

‘জেড-২৯৭২৪১’ নম্বরধারী কুপনের ক্রেতা জিতেছেন অষ্টম পুরস্কার মাহেন্দ্র ১১০ সিসি মোটরসাইকেল।
 
মেগা ৮টি পুরস্কারের র‌্যাফেল ড্র অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব বিকেল ৪টা থেকে প্রায় একঘণ্টা ধরে সরাসরি সম্প্রচার করে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই।
 
দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন সংগীতজ্ঞ ও গবেষক মুস্তাফা জামান আব্বাসী।
 
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সংগীতশিল্পী খুরশিদ আলম ও অভিনেত্রী এম এস সাবেরী আলম।

আর বসুন্ধরা সিটি শপিং মল দোকান মালিক সমিতির সভাপতি এম এ হান্নান আজাদ ও সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম মৌলা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
 
এছ‍াড়া দিনব্যাপী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের ঊর্ধ্বতন কারিগরি উপদেষ্টা ও বসুন্ধরা সিটির ইনচার্জ টি আই এম লতিফুল হোসেন, বসুন্ধরা সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাকাউন্টস) শেখ আব্দুল আলীম, ইডব্লিউপিডি-এর সিনিয়র নির্বাহী পরিচালক মো. লিয়াকত হোসেন, ইস্ট ওয়েস্ট প্রোপার্টিজ ডেভলপমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) বিদ্যুৎ কুমার ভৌমিক, বসুন্ধরা সিটির জেনারেল ম্যানেজার (প্রশাসন ও মানবসম্পদ) মেজর (অব.) মো. মুস্তফা রাহেল ইমাম প্রমুখ।
 
অনুষ্ঠানে বসুন্ধরা সিটি গ্র্যান্ড ঈদ র‌্যাফেল ড্র-২০১৪ (১৯তম) এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় প্রথম পুরস্কার হিসেবে ফেরদৌসী তারিকের হাতে টাটা ইন্ডিগো ইসিএস ১১৯৩ সিসি কারের চাবি তুলে দেন অতিথিরা।
 
ঈদ র‌্যাফেল ড্র-২০১৫ অনুষ্ঠানে অনলাইন মিডিয়া পার্টনার ছিল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

এছাড়া প্রিন্ট পার্টনার ছিল কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন ও ডেইলি সান। আর রেডিও ভূমি রেডিও পার্টনার এবং টেলিভিশন ছিল চ্যানেল আই।
 
ড্র অনুষ্ঠানের প‍ূর্ণাঙ্গ ফলাফল বাংলানিউজটোয়েন্টিফোর.কম, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন ও ডেইলি সানে পাওয়া যাবে।
 
এছাড়া বসুন্ধরা সিটির ওয়েবসাইট bashundhara-city.com এবং ফেসবুকে বসুন্ধরা সিটির ফ্যান পেইজও ফলাফল প্রকাশ করা হবে।
 
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ৩ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত বসুন্ধরা সিটিতে সর্বনিম্ন ২০০টাকার পণ্য কিনলেই একটি করে র‌্যাফেল ড্র কুপন দেওয়া হয় ক্রেতাদের। আর নির্দিষ্ট বাক্সে ক্রেতাদের ফেলে যাওয়া কুপন নিয়েই বুধবার ড্র অনুষ্ঠিত হয়েছে।
 
** র‌্যাফেল ড্র এর ফলাফল জানতে এখানে ক্লিক করুন...

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
টিএইচ/এমএ

** প্রথম পর্ব শেষ, দ্বিতীয় পর্ব শুরু
** বসুন্ধরা সিটি গ্র্যান্ড ঈদ র‌্যাফেল ড্র শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।