ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হাড়ের গুড়া চুক্তিতে রপ্তানী করলেও নগদ সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
হাড়ের গুড়া চুক্তিতে রপ্তানী করলেও নগদ সহায়তা

ঢাকা: ঋণপত্রের পাশাপাশি চুক্তির মাধ্যমে হাড়ের গুড়া রপ্তানী করলেও নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 
বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক কয়েকটি শর্ত দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলারের কাছে পাঠিয়েছে।



শর্তগুলো হলো, টেলিফোন ট্রান্সফা‍রের (টিটি) মাধ্যমে অগ্রিম মূল্য পরিশোধের শর্তটি ঋণ-চুক্তিপত্রে সুনিদিষ্ট ভাবে উল্লেখ করতে হবে।
 
বিদেশি ক্রেতার যথাযথতা, বিশ্বাস যোগ্যতা, মূল্যের সঠিকতা এবং বাংলাদেশ হতে প্রকৃত রপ্তানীর বিপরীতে অগ্রিম মূল্য পাওয়ার বিষয়টি টিটি বার্তার ভাষ্য ও অন্যান্য কাগজপত্রের ভিত্তিতে অনুমোদিত ডিলার ব্যাংককে নিশ্চিত করতে হবে।

অগ্রিম মূল্য পরিশোধ সরাসরি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে (একচেঞ্জ হাউস ব্যতিত) রপ্তানী আদেশ প্রদানকারী বা আমদানিকারক নিজেই সম্পন্ন করবে।

প্রজ্ঞাপন জারির দিন থেকেই এ নির্দেশনা কার্যকর হবে।

এর আগে ২০১৩ সালের ১২ডিসেম্বর ঋণপত্রের মাধ্যমে হাড়ের গুড়া রপ্তানীতে নগদ সহায়তা প্রদানে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এসই/এনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।