ঢাকা: প্রতিদিন ২০ লাখের বেশি গ্রাহক রবির বিনামূল্যের ইন্টারনেট সেবা ব্যবহার করছে, যা ভূমিকা রাখছে ডিজিটাল বাংলাদেশ গঠনে।
বিনামূল্যে ইন্টারনেট সেবা চালুর তিনমাস পর বৃহস্পতিবার (২০ আগস্ট) এক সংবাদ সম্মেলনে একথা জানান রবির চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহতাব উদ্দিন আহমেদ।
গত ১০ মে প্রথমবারের মতো বাংলাদেশে বিনামূল্যে ইন্টারনেট সেবা উন্মুক্ত করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রকল্প ইন্টারনেট ডট ওআরজির সহায়তায় রবি এ সেবা চালু করে।
এতে রবির গ্রাহকরা বিনামূল্যে সরকারি চাকরির খবর, ই-কমার্স, অনলাইন মার্কেটপ্লেস, শিক্ষা, নারী স্বাস্থ্য, আবহাওয়া বার্তা, জরুরি যোগাযোগ নম্বর সেবার ওয়েবসাইটে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছেন।
তিনমাস পর এ সেবা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রবির সিওও বলেন, ইন্টারনেট ডট ওআরজির মাধ্যমে রবি গ্রাহকদের বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে। এতে ২০ লাখের বেশি গ্রাহক প্রতিদিন বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করছে।
এটাকে লোকসান হিসেবে দেখতে চান না রবির এ কর্মকর্তা।
তিনি বলেন, সিএসআর হিসাবে এ সেবা বিবেচনা করি। সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখছে এ উদ্যোগ।
রবি ১ জিবি ও ২ জিবি ইন্টারনেট প্যাকেজের জন্য রিচার্জের ওপর দ্বিগুণ ডাটা বোনাস সুবিধা দিচ্ছে বলে জানান সিওও।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে রবির চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদ অপটিক্যাল ফাইবারের জন্য মোবাইল কোম্পানিগুলোকে বিনিয়োগের সুযোগ দেওয়ার আহ্বান জানান।
গত ১৯ মে বছরের প্রথম তিন মাসের ব্যবসায়িক ফলাফল তুলে ধরার সময় রবির সিওও জানিয়েছিলেন, ফ্রি ইন্টারনেটের কারণে গড়ে প্রতিদিন লোকসান ২০ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
এমআইএইচ/এএ
** প্রথম ৬ মাসে রবির রাজস্ব বৃদ্ধির হার ৪.৯ শতাংশ