ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুন কাস্টমস আইন

‘জনকল্যাণে রাজস্ব’ নীতি বাস্তবায়নে ভূমিকা রাখবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
‘জনকল্যাণে রাজস্ব’ নীতি বাস্তবায়নে ভূমিকা রাখবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নতুন কাস্টমস আইন জাতীয় রাজস্ব বোর্ডের ‘জনকল্যাণে রাজস্ব’ নীতি বাস্তবায়নে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘নতুন কাস্টমস আইন বাস্তবায়ন’ বিষয়ক কর্মশালায় সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।



এনবিআর ও এডিবির যৌথ আয়োজনে ‘নতুন কাস্টমস আইন বাস্তবায়ন’ বিষয়ক চার দিনব্যাপী (১৭-২০ আগস্ট) কর্মশালা অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান বলেন, এনবিআর আর্ন্তজাতিক রীতি-নীতি পালন ও অনুসরণ করে ‘কাস্টমস আইন, ২০১৫’ বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ।  

ব্যবসায়ী সংগঠন বিভিন্ন সময় নতুন আইনটি দ্রুত বাস্তবায়নের পক্ষে মত দিয়েছেন। আইনটি ‘জনকল্যাণে রাজস্ব’ নীতি কার্যকরে ভূমিকা রাখবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে অর্থমন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের সচিব ড. আসলাম আলম মানি লন্ডারিং বিষয়টি নতুন কাস্টমস আইনে অর্ন্তভূক্তির উপর বিশেষ জোর দেন।  

তিনি তথ্যপ্রযুক্তি নির্ভর ও ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সফটওয়্যার ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে অর্থ লেনদেন মনিটরিংয়ের বিষয়টি এ আইনে অর্ন্তভূক্তির অনুরোধ করেন।

অনুষ্ঠানে পাবলিক সার্ভিস কমিশন সচিব শাহজাহান আলী মোল্লা বলেন, নতুন আইন বাস্তবায়নে দক্ষ জনবল নিয়োগ ও মানবসম্পদ উন্নয়নে পিএসসি সহায়তা করবে।

কর্মশালায় অংশ নেওয়া এনবিআরের ২৬ জন কর্মকর্তাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের  ১৪ জনসহ ৪০ জনের হাতে সনদ তুলে চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

অনুষ্ঠানে এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক বিশেষজ্ঞ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআরের সদস্যসহ ঊর্ধ্বতন কমকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
আরইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।