ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারের টুকরো খবর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, জুন ৬, ২০১০

মূলধন বাড়াবে ন্যাশনাল লাইফ

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ কোম্পানির অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি তার অনুমোদিত মূলধন ২০ কোটি টাকা থেকে বাড়িয়ে  ৫০ কোটি টাকা করবে।

বিষয়টি শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৮ জুলাই কোম্পানির জরুরি সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। শেয়ারের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ জুন।

ঢাকা ব্যাংকের ফেসভ্যালু ও মার্কেট লট পরিবর্তন

শেয়ারের অভিহিত মূল্য(ফেসভ্যালু) ও মার্কেট লট পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ব্যাংক। ব্যাংকের পরিচালনা পর্ষদ অভিহিত মূল্য ১০০ টাকা থেকে কমিয়ে ১০ টাকা এবং মার্কেট লট ৫০টি থেকে ১০০টিতে নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে আজ মঙ্গলবার জানানো হয়েছে। এছাড়া কোম্পানির অনুমোদিত মূলধনও বাড়িয়ে ৬০০ কোটি টাকা থেকে ১০০০ কোটি টাকা করা হবে। ৪ জুলাই কোম্পানির জরুরি সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ জুন।

আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ইস্টার্ন হাউজিং

ইস্টার্ন হাউজিং আজ মঙ্গলবার তাদের তৃতীয় ত্রৈমাসিক (ফেব্রুয়ারিÑএপ্রিল ২০১০) সময়ের অ-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে কোম্পানিটি ৩ কোটি ৮৯ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে এবং কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ২৭ পয়সা। এর আগের বছর একই সময়ে কোম্পানিটি ৩৬ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছিল। ওই সময়ে ইপিএস ছিল ৫৯ পয়সা।

ডিভিডেন্ড দেবে না বিএলটিসি

বাংলাদেশ লিফ ট্যোবাকো কোম্পানি(বিএলটিসি)২০০৯ সালের জন্য শেয়ার হোল্ডারদের কোনো লভ্যাংশ (ডিভিডেন্ড) দেবে না। আজ মঙ্গলবার কোম্পানির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির শেয়ারপ্রতি নিট ক্ষতি (সম্পদ) হচ্ছে ১২৯ টাকা ৮ পয়সা এবং  শেয়ারপ্রতি ক্ষতি হচ্ছে ১ হাজার ১৪২ টাকা ৫২ পয়সা।

বাংলাদেশ সময় : ১৬৪৫ ঘন্টা, জুন ১’ ২০১০
এস আর/এনএস /জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।