ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সামাজিক দায়বোধ সম্পন্ন অর্থায়নকে অগ্রাধিকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
সামাজিক দায়বোধ সম্পন্ন অর্থায়নকে অগ্রাধিকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, বাংলাদেশ ব্যাংক সামাজিক দায়বোধ সম্পন্ন অর্থায়নকে অগ্রাধিকার দিয়ে নীতি-কৌশল প্রণয়ন করছে।   এই নীতিতে গ্রামীণ ও নগর অঞ্চলের এমএসএমই, কৃষি এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর জন্য পরিবেশবান্ধব সবুজ অর্থায়ন রয়েছে।



ইন্টিগ্রেটেড অ্যাসোসিয়েশন অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অব ইন্ডিয়ার (আইঅ্যামএসএমই অব ইন্ডিয়া) উদ্যোগে ‘ট্রায়িস্ট উইথ দ্য ভিশনারি লিডারশিপ’ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এ সব কথা বলেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) ভারতের নয়াদিল্লিতে এটি অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গভর্নর আতিউর রহমান বলেন, বাংলাদেশের ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা (এমএসএমই) কয়েক যুগ ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে গুরুর্ত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কয়েক বছর ধরে কৃষি ও অকৃষি খাতের এমএসএমই’র মতো অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন নিশ্চিত করার লক্ষ্যে সমগ্র আর্থিক খাতকে পরিচালিত করছে।

এসব কিছু সম্ভব হয়েছে, বাংলাদেশ ব্যাংকের আর্থিক খাতে সামাজিক দায়বোধ প্রণোদিত অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব টেকসই প্রাতিষ্ঠানিক অর্থায়নকে উদ্বুদ্ধ করার মাধ্যমে।
 
এমএসএমই এবং নারী উদ্যোক্তা উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের গৃহীত নানা উদ্যোগের কথা তুলে ধরেন বাংলাদেশ ব্যাংক গভর্নর।

তিনি বলেন, গত ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ছয় বছরে বাংলাদেশের ব্যাংকগুলো ২২ লাখ উদ্যোক্তার মধ্যে ৩,৩৪০ বিলিয়ন টাকা এমএসএমই ঋণ বিতরণ করেছে। এমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের ১৫ শতাংশ নারী উদ্যোক্তার জন্য বরাদ্দ রাখা হয়েছে।

অনুষ্ঠানে ভারতের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মি. যাদুভেন্দ্র মাথুর, ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (এনএসআইসি) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্রনাথ এবং দক্ষিণ এশিয়া অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে জড়িত আইঅ্যামএসএমই অব ইন্ডিয়া’র চেয়ারম্যান রাজিব চাওলা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
এসই/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।