ঢাকা: বর্তমানে বাংলাদেশে ব্যাংকিং খাতে অনলাইন লেনদেন ও আইটি নিরাপত্তা চ্যালেঞ্জিং বিষয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর নাজনীন সুলতানা।
বৃহস্পতিবার সকালে (২৭ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে এক সেমিনারে তিনি একথা জানান।
ভিসা ওয়াল্র্ডওয়াইড প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় সিটিও ফোরাম বাংলাদেশ ও বিআইবিএম যৌথভাবে ‘আইটি নিরাপত্তা এবং জালিয়াতি শনাক্তকরণ: প্রেক্ষিতে বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে।
নাজনীন সুলতানা বলেন, দেশে অনলাইন ব্যাংকিং বাড়ছে। বাংলাদেশ ব্যাংক নতুন যুগের ব্যাংক লেনদেনের ক্ষেত্রে অনলাইন ব্যাংকিং চালুতে বেসরকারি ব্যাংকগুলোকে উদ্ধুদ্ধ করে যাচ্ছে। এর বড় প্রমাণ বিগত কয়েক বছরের মোবাইল ব্যাংকিং। বর্তমানে ২ কোটি ৮৩ লাখ গ্রাহক মোবাইল ব্যাংকিংয়ে যুক্ত।
তিনি বলেন, অনলাইন ব্যাংকিংয়ের পরিধি বাড়লেও এক্ষেত্রে চ্যালেঞ্জ আইটি নিরাপত্তা ও জালিয়াতি শনাক্তকরণ। ব্যাংক ও গ্রাহক দু’পক্ষকে সচেতন করতে পারলে জালিয়াতি রোধ সম্ভব হবে।
বাংলাদেশ ব্যাংক গ্রাহক ও ব্যাংকগুলোকে এ বিষয়ে সচেতনতা বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছে বলেও জানান নাজনীন সুলতানা।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিআইবিএম’র মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী ও ভিসার অ্যাসোসিয়েট ডিরেক্টর অমিতোষ শাহীন।
স্বাগত বক্তব্য রাখেন সিটিও ফোরাম বাংলাদেশ’র প্রেসিডেন্ট তপন কান্তি সরকার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভিসা ওয়ার্ল্ড’র ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার চিফ রিস্ক অফিসার শিব কুমার শ্রীরমন।
সেমিনারে ৫৩টি ব্যাংকের তিনজন করে প্রতিনিধি অংশ নেন। বিগত কয়েক দশক ধরে অর্থ পরিশোধ সেবার মাধ্যম হিসেবে ‘ডিজিটাল পেমেন্ট’ বিশ্বজুড়ে সমাদৃত হয়ে আসছে। কিন্তু বিশ্বজুড়ে এ সেবা পদ্ধতির উন্নয়নের ক্ষেত্রে নিরাপত্তা প্রশ্নটি মূল বিবেচ্য হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় বিষয় কী হতে পারে জানাতে এ সেমিনারের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
আরইউ/এএ