ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘যথাযথ আইন প্রয়োগই মানি লন্ডারিং রোধ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
‘যথাযথ আইন প্রয়োগই মানি লন্ডারিং রোধ’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা যথাযথ আইন প্রয়োগ করলেই মানি লন্ডারিং প্রতিরোধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা।

পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমুহের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের (ক্যামেলকো) সম্মেলনে বক্তারা একথা বলেন।



শনিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমীতে এই সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।  

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর ও বিএফআইইউ’র প্রধান আবু হেনা মোহা. রাজি হাসান।  

তিনি বলেন, বৈশ্বিক অর্থনীতি অগ্রগামী হওয়ার সঙ্গে সঙ্গে অপরাধী ও সংঘবদ্ধ অপরাধী চক্রের অবৈধ কার্যক্রমের মাধ্যমে উপার্জিত অর্থের পরিমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের কৌশলগত দুর্বলতা ও উদার অর্থনীতির সুযোগে অবৈধভাবে উপার্জিত অর্থ বিদেশি বিনিয়োগ হিসেবে দেশে ঢুকে আবার লন্ডারিং হচ্ছে।

রাজি হাসান বলেন, মানি লন্ডারিং প্রতিরোধে আপনাদের কাছে বিনিয়োগের জন্য আসা অর্থ নিয়ে সন্দেহ হলে বিএফআইইউকে অবহিত করতে হবে। একই সঙ্গে অন্য কোনো উপায়ে যদি ফান্ড আসে তার দিকে নজর রাখতে হবে। এজন্য নো ইউর কাস্টমার (কেওয়াইসি) ফরম পূরণে বিএফআইইউ প্রদত্ত ফরম আইন সম্মতভাবে পূরণ করতে। তবে এজন্য সবার আগে আপনাদের হতে হবে (আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের) সচেতন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ একচেঞ্জ কমিশনের কমিশনার আমজাদ হোসেন বলেন, মানি লন্ডারিং প্রতিরোধে বিএফআইইউ’র নানা রকম  উদ্যোগের ফলে আরও বেশি চতুর হচ্ছে মানি লন্ডারিংকারিরা। মানিলন্ডারিং প্রতিরোধে করতে আপনাদেরকে আরও বেশি সচেতন হতে হবে। এজন্য মার্কেট ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে হবে।

ঢাকা স্টক একচেঞ্জের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, আইনের যথাযথ প্রয়োগই পারে মানি লন্ডারিং প্রতিরোধ করতে।

বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমীর অধ্যক্ষ কে এম জামশেদ উজ্জামান বলেন, মানি লন্ডারিং প্রতিরোধে যেসব আইন আছে তার যথাযথ প্রয়োগ করাই গুরুত্বপূর্ণ কাজ।

ঢাকা স্টক একচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. স্বপন কুমার বালা বলেন, মানি লন্ডারিং আইন না মানলে শুধু অর্থ পাচারই হবে না। নানা রকম বিপদেও পড়তে হবে। বিপদ থেকে বাঁচতে আপনাদের সচেতন হতে হবে। সকলের মধ্যে সর্ম্পক বাড়লেই এটি সম্ভব।

স্বাগত বক্তব্যে বিএফআইইউ’র মহাব্যবস্থাপক নাসিরুজ্জামান বলেন, মানি লন্ডারিং প্রতিরোধে বিএফআইইউ’র নির্দেশনা, পরিপত্র যথাযথভাবে পালন করতে হবে। মানি লন্ডারিং তদন্তকালে ঝুঁকি আসবে। তা নিরুপনে আপনাদেরকেই কর্মপরিকল্পনা গ্রহন করতে হবে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বিএফআইইউ’র উপ প্রধান ম. মাহফুজুর রহমান বলেন, বিএফআইইউ যত আইন ও নির্দেশনাই জারি করুক না কেন আপনারা সচেতনভাবে তার প্রযোগ না করলে মানি লন্ডারিং প্রতিরোধ করা সম্ভব নয়।

দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে পুজিবাজার সংশ্লিষ্ট ৩শ ৬০টি প্রতিষ্ঠানের প্রায় ৪শ জন মানি প্রধান লন্ডারিং প্রতিরোধে পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
এসই/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।