ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চিনির পর বাড়ছে লবণের শুল্ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
চিনির পর বাড়ছে লবণের শুল্ক

ঢাকা: চিনির পর লবণের আমদানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) শিল্প মন্ত্রণালয়ের সহকারী সচিব মীর মোশারফ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি এনবিআর এ দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।



চিঠির সুপারিশ অনুযায়ী খুব শিগগিরই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

শিল্প মন্ত্রণালয়ের সুপারিশের পর বুধবার (২৬ আগস্ট) চিনির আমদানি শুল্ক বৃদ্ধি করে এনবিআর।

শিল্প মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে বলা হয়, ‘৬ আগস্ট শিল্প মন্ত্রণালয়ে জাতীয় লবণনীতি অনুযায়ী লবণের চাহিদা নিরুপন, লবণনীতি বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠি হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ভোজ্য লবণ আমদানির ওপর ১০০ শতাংশ কর প্রদান করতে হয়। কিন্তু শিল্পখাতে ব্যবহৃত লবণ আমদানির ওপর শুল্ক আরোপিত না থাকায় শিল্প মালিকরা এ খাতে বেশি লবণ আমদানি করে দেশে ভোজ্য লবণ হিসেবে ব্যবহারের জন্য বিক্রি করে দেয়।

এর ফলে দেশের লবণ চাষিরা উৎপাদিত লবণের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় এবং লবণ চাষে আগ্রহ হারিয়ে ফেলে। ফলে লবণের বাজার অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা দেখা দেয়। ভোজ্য লবণ আমদানির ন্যায় শিল্প খাতে ব্যবহৃত লবণের আমদানি ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ যুক্তিসঙ্গত। ’

সূত্র জানায়, দেশীয় লবণচাষিদের চাষে আগ্রহ বাড়ানোর জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এনবিআর যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
আরইউ/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।