ঢাকা: শিল্পখাতে গ্যাস হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি (বিসিআই) আয়োজিত ‘শিল্পায়নের মাধ্যমে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার পথে চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, কয়েক বছরের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে কিন্তু গ্যাস হবে না, এটি আমরা নিশ্চিত। গ্যাসের অভাব রয়েছে, গ্যাস নিয়ে চিন্তা-ভাবনা বাদ দিতে হবে।
তিনি বলেন, সরকার নিজেই গ্যাস সমস্যায় ভুগছে। গ্যাসের অভাবে আমাদের সার কারখানাগুলো কয়েক মাস ধরে বন্ধ। প্রধানমন্ত্রীকে বলার পর তিনি বলেছেন, দুই-তিনটি কারখানা খুলে দেবেন। যেন সার সরবরাহ করা যায়।
যেখানে গ্যাসের অভাবে সরকারই ভুগছে, সেখানে বেসরকারি খাতের কথা না বললেও হবে। তার কারণ, আমরা নিজেরাই বুঝছি গ্যাসের সমস্যাটি কী, বলেন আমির হোসেন আমু।
তিনি বলেন, আমি ২০০৯ সালে প্রথম জাতীয় সংসদে বাজেট বক্তব্যে সিএনজি স্টেশন বন্ধের প্রস্তাব করি। কিন্তু সেসময় কেউ কানে তোলেননি। এখন অর্থমন্ত্রীর প্রস্তাবের আলোকে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই দাম বাড়ানো কোনো সমস্যার সমাধান না।
তিনি আরও বলেন, তবে প্রধানমন্ত্রী প্রথম থেকেই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চালু করার চেষ্টা করে অনেক দূর এগিয়েছেন। বিদ্যুতের দিকে আমরা অনেকটা এগিয়েছি। যেহেতু গ্যাস হবে না, তাই বিদ্যুতের উপর ভিত্তি করেই আমাদের এগোতে হবে।
বিসিআই’র সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েট’র পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তামিম।
মূল প্রবন্ধে তিনি বলেন, শুধু গার্মেন্টস খাত দিয়ে আট শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে না। এজন্য অর্থনীতিকে বহুমুখী করতে হবে। শিল্পে অবশ্যই বিদ্যুৎ দিতে হবে। তা না হলে দেশ এগোবে না। প্রবৃদ্ধি ছয় শতাংশেই থেকে যাবে।
তিনি আরও বলেন, দেশে বর্তমানে উদ্বৃত্ত পেট্রোল রয়েছে। এখন পেট্রোলের দাম কমানো উচিত। আর বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ব্যবহার না করাই উচিত।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
এএসএস/এসএস