ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সামিট এ্যালায়েন্স পোর্ট রিভার টার্মিনালের যাত্রা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৫
সামিট এ্যালায়েন্স পোর্ট রিভার টার্মিনালের যাত্রা শুরু

ঢাকা: চারটি জাহাজ নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে সামিট এ্যালায়েন্স পোর্টের দেশের প্রথম বেসরকারি রিভার টার্মিনাল। এর মধ্যে তিনটি জাহাজ বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে লিজ নিয়েছে সামিট গ্রুপ।



২ সেপ্টেম্বর (বুধবার) বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল জেটিতে এক অনুষ্ঠানে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ ৫ বছর মেয়াদী লিজের চুক্তিপত্র তুলে দেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের হাতে।

এসময় অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, বন্দরের কাজ জাহাজ চালানো নয়, সে সক্ষমতাও বন্দর অর্জন করেনি। বরং, সামিটের সঙ্গে চুক্তির ফলে চট্টগ্রাম বন্দর প্রতি মাসে ভাড়া বাবদ ৪৮ লাখ টাকা আয় করবে।

সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান বলেন, ১৯৯৬ সালে পতেঙ্গায় ৪০টি কন্টেইনার ওঠানো-নামানোর মাধ্যমে যাত্রা শুরু করা সামিট এ্যালায়েন্স পোর্ট। সেই ধারাবাহিকতায় গত বছর দু’লাখ কন্টেইনার হ্যান্ডেল করেছে।

এবার নিজেদের একটিনহ মোট চারটি জাহাজের মাধ্যমে চট্টগ্রাম বন্দর থেকে সামিটের রিভার টার্মিনাল ও সরকারি পানগাঁও রিভার টার্মিনালে কন্টেইনার পরিবহন শুরু হবে। এতে অপেক্ষাকৃত কম সময় ও খরচে এবং অধিক নিরাপদে চট্টগ্রাম বন্দরে আমদানি ও রফতানি পণ্যের কন্টেইনার পরিবহন সম্ভব হবে।

তিনি আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চাপ যেমন কমবে, তেমনি জ্বালানি দুষণ কম হওয়ায় দেশের পরিবেশ রক্ষায় সহায়ক হবে। এটি চালু হওয়ার মাধ্যমে দেশের সার্বিক আমদানি-রফতানি বাণিজ্যে যেমন গতিশীলতা আসবে, তেমনি পণ্য ও জনপরিবহনে নদী পথের ব্যবহার উৎসাহিত হবে।

জানা যায়, লিজ নেওয়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এমভি পানগাঁও এক্সপ্রেস, এমভি পানগাঁও সাকসেস ও এমভি পানগাঁও ভিশন নামে অভ্যন্তরীণ কন্টেইনারবাহী জাহাজগুলোর প্রতিটি গড়ে ১৫০টি কন্টেইনার পরিবহন করতে সক্ষম।

অন্যদিকে সামিট এ্যালায়েন্স পোর্টের মালিকানাধীন এমভি এসএপিএল-১ পরিবহন করতে পারবে কমপক্ষে ২০০টি কন্টেইনার। এই চারটি জাহাজের মাধ্যমে বছরে দু’লাখ কন্টেইনার পরিবহনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এছাড়াও জ্বালানি তেল পরিবহনের জন্য আরো ৬টি জাহাজ রয়েছে সামিট গ্রুপের।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫,  ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।