ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তিন বছর পর দেশে দরিদ্র মানুষ থাকবে না

স্ট‍াফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৫
তিন বছর পর দেশে দরিদ্র মানুষ থাকবে না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ফটো)

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তিন বছর পর দেশে আর কোনো দরিদ্র মানুষ থাকবে না। তবে ৮ থেকে ১০ শতাংশ মানুষ সব সময় অসহায় থাকেন।

সমাজ থেকে তাদের সহায়তা করতে হবে।
 
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের দুই দশক পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
 
মুহিত বলেন, দেশে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। আর সাত হাজারের বেশি ব্যাংকের শাখা থাকলেও প্রতিটি ইউনিয়নে একটি করে শাখা স্থাপন করা সম্ভব হয়নি।
 
তারপরও বর্তমানে প্রায় ৪০ শতাংশ মানুষ ব্যাংকের সেবা গ্রহণ করেন। ব্যাংকের শাখা ক্রমেই বেড়ে চলেছে। একটি নির্দিষ্ট সময়ে জনসংখ্যা ২০ কোটির মধ্যে থাকবে এবং ১৫ কোটি ব্যাংকের সেবা গ্রহণ করবে।
 
বাংলাদেশ হবে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক বাজার। মানুষের হাতে থাকা সম্পদ বিনিয়োগ করে পর্যাপ্ত মুনাফা অর্জন করা সম্ভব বলেও মনে করেন অর্থমন্ত্রী।
 
২০ বছর পর ব্যাংকখাত আরও নতুনভাবে এগিয়ে যাবে। যাতে জনগণের সরকারি ব্যাংক না চাওয়ার ধারণা থেকে আমরা বেরিয়ে আসতে পারি বলেও মন্তব্য করেনি তিনি।
 
মুহিত বলেন, ১৯৮২ সালে ব্যাংকিং খাতের খেলাপি ঋণ ছিল ৫০ শতাংশের বেশি। আর এসব ঋণ গ্রহীতা ছিল সব সরকারি প্রতিষ্ঠান। ব্যাংকের সংখ্যা কম থাকায় ব্যাংক খাতে ঋণ খেলাপিই ছিল একমাত্র সংস্কৃতি। এখন খেলাপি ঋণের পরিমাণ ১০-১১ শতাংশ। এটিও অনেক বেশি। কম‍াতে হবে।

হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপের মতো ঘটনা থাকলেও ব্যাংক সেক্টর অনেক প্রভাবশালী উল্লেখ করে মন্ত্রী বলেন, বড় পরিসরে চিন্তা করলে এটিও মোটেও অস্বাভাবিক ঘটনা নয়।

তিনি বলেন, মানুষের একটি সমস্যা আছে। সেটি হলো ভালো গুণগুলো চোখে না পড়লেও দোষগুলো আসমানের সমান করে দেখে।
 
বিশেষ ‍অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেন, গ্রামাঞ্চলের আনসারদের ভাগ্য পরিবর্তনে আনসার ভিডিপি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ আনসার ভিডিপি ব্যাংকের উন্নয়ন অব্যাহত থাকবে।
 
স্বরাষ্ট্রমন্ত্রী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালককে এই ব্যাংকের চেয়ারম্যান করতে অর্থমন্ত্রীকে অনুরোধ করেন।
 
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মইনুল ইসলামে সভাপতিত্বে আরও বক্তব্য দেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিন পিএসসি ও  ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ব্যবস্থাপন‍া পরিচালক।
 
দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নয়ন ও দুই দশক পূর্তি উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক।
 
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও ব্যাংকের সাফল্য গাঁথার একটি প্রামাণ্য চিত্র প্রদশন করা হয়। পূর্তি উৎসবের স্মরণিকা ও ব্যাংকের ওয়েবসাইট উদ্ধোধন করেন অর্থমন্ত্রী। এতে স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক শামস উল ইসলাম।
 
বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
এসই/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।