ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রশিকা’র সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
প্রশিকা’র সাধারণ সভা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা’র ৩৮তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৬ সেপ্টেম্বর) প্রশিকার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



শুক্রবার (০৪ সেপ্টেম্বর) মানিকগঞ্জের কৈট্টায় প্রশিকা মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রশিকার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. কাজী ফারুক আহম্মদের সভাপতিত্বে সভায় প্রশিকার ২০১৫-১৬ অর্থবছরের জন্য ৫১৫ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়।

সভায় বিশেষ তদন্ত প্রতিবেদন, চলমান অর্থবছরের অডিট প্রতিবেদন ও প্রশিকা লিগ্যাল এইড সার্ভিসের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রশিকা প্রবর্তিত দারিদ্র্য বিমোচন সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও নীতিমালার ওপর আলোচনা-পর্যালোচনাও করা হয়।

২০১৬ সালে প্রশিকার ৪০ বছর পূর্তির উৎসব উপলক্ষে সভায় আলোচনা ও প্রস্তুতিমূলক বিভিন্ন প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

প্রশিকার এই সাধারণ সভায় প্রশিকার গর্ভনিং বডি ও জেনারেল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
পিআর/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।