ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আর্মড ফোর্সেস-গ্রামীণফোনের চুক্তি নবায়ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
আর্মড ফোর্সেস-গ্রামীণফোনের চুক্তি নবায়ন

ঢাকা: গ্রামীণফোনের সঙ্গে আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি) বিজনেস সলিউশনস চুক্তি নবায়ন করেছে।
 
এর ফলে এএফডি সাশ্রয়ী মূল্যে পরিপূর্ণ যোগাযোগ সুবিধা উপভোগ করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্রামীণফোন।


 
রোববার (০৬ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস ডিভিশন কার্যালয়ে লে. কর্নেল মো. জাকারিয়া হোসেন এবং গ্রামীণফোনের ডেপুটি ডিরেক্টর (সেলস) সাজ্জাদ আলম চুক্তিতে স্বাক্ষর করেন।
 
এএফডি’র ডিজি অপারেশন অ্যান্ড প্ল্যান ব্রিগেডিয়ার জেনারেল আজাজুল বার চৌধুরী, গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান এবং চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
এমআইএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।