ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে ‘ট্যাক্স কার্ড’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে ‘ট্যাক্স কার্ড’

ঢাকা: রাষ্ট্রীয় কোষাগারে সর্বোচ্চ রাজস্ব প্রদান করায় তৃতীয়বারের মতো ২০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ‘ট্যাক্স কার্ড’ দিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

২০১৪-১৫ অর্থবছরের করবর্ষের জন্য এ ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান করা হচ্ছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের একটি সূত্র জানিয়েছে।



আগামী ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবসে এ কার্ড প্রদান করা হবে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ তালিকা চূড়ান্ত করেছে বলে সূত্র জানিয়েছে।
সৎকরদাতাদের উৎসাহ দিতে ২০১২ সালের ৩১ ডিসেম্বর প্রথমবারের মতো ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান করে এনবিআর।

ব্যক্তি পর্যায়ে সাড়ে ৪ কোটি ও প্রতিষ্ঠানে আড়াইশ’ কোটি টাকা কর প্রদান করলে এ সম্মাননা দেওয়া হয়। নির্বাচিতদের একটি কার্ড, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

আয়কর দিবসে অনুষ্ঠানের মাধ্যমে ব্যক্তি-প্রতিষ্ঠানের হাতে ট্যাক্স কার্ড ও সম্মাননা তুলে দেওয়া হবে বলেও সূত্র জানিয়েছে।

সর্বোচ্চ কর প্রদানকারীরা (ব্যক্তি পর্যায়ে) হলেন, ঢাকা ক্যান্টনমেন্টের মোহাম্মদ ইউসুফ, রুবাইয়াৎ ফারজানা হোসেন, লায়লা হোসেন, হোসনে আরা হোসেন ও খাজা তাজমহল, ঢাকার আগা নওয়াব দেউরীর হাজী মো.কাউছ মিয়া, উত্তরার এম এ হায়দার হোসেন, নারায়ণগঞ্জের তারাবো রূপগঞ্জের গোলাম দস্তগীর গাজী, চট্টগ্রাম পাথরঘাটার মিরেন্ডা লেইনের মো. নাছির উদ্দিন ও ঢাকার গুলশান-১ এর আব্দুল মুক্তাদির।

প্রতিষ্ঠান পর্যাযে সর্বোচ্চ কর প্রদানকারী ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি, শেভরন বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স), তমা কনস্ট্রাকশন এন্ড কোম্পানি লিমিটেড, সেন্ট্রাল ডিপোজেটরি বাংলাদেশ লিমিটেড, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি, দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেড ও উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
আরইউ/আরআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।