ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে গ্রাহকদের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) সঙ্গে যৌথভাবে ‘ঈদ অফার’ শীর্ষক মেগা কনজিউমার প্রমোশন শুরু করেছে বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য আন্তর্জাতিক অর্থ স্থানান্তর প্রতিষ্ঠান এক্সপ্রেস মানি।
চলতি বছর এক্সপ্রেস মানি পরিচালিত বৃহৎ কনজিউমার প্রমোশনগুলোর মধ্যে অন্যতম এ প্রমোশনটি রোববার (৬ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে।
দেশব্যাপী ইসলামী ব্যাংকের মোট ২৯৯টি শাখার যে কোনোটি থেকে এক্সপ্রেস মানির মাধ্যমে ক্যাশ-টু-ক্যাশ সেবার আওতায় রেমিটেন্সের অর্থ গ্রহণ করে গ্রাহকরা ১৮ দিনের এ প্রমোশনাল ক্যাম্পেইনের সুযোগ নিতে পারবেন।
প্রমোশন চলাকালে গ্রাহকরা স্বয়ংক্রিয় লটারির মাধ্যমে প্রতি কর্মদিনে একটি করে মোট ১৪টি ডিপ রেফ্রিজারেটর জেতার সুযোগ পাচ্ছেন। এছাড়াও প্রতিবার অর্থ তুলে গ্রাহকরা নিশ্চিত পুরস্কার হিসেবে পাচ্ছেন একটি ব্র্যান্ডেড পানির পাত্র।
এক্সপ্রেস মানির বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শামিম ইফতেখার বলেন, ঈদুল আজহা সামনে রেখে রেমিটেন্স প্রবাহ অনেক বাড়বে বলে আমাদের প্রত্যাশা। গ্রাহকদের জন্য ঈদ উৎসব বিশেষ করে তুলতেই আমাদের এ আয়োজন।
ইসলামী ব্যাংক বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আব্দুস সাদেক ভূইয়া বলেন, আইবিবিএল এক্সপ্রেস মানির মতো শীর্ষস্থানীয় আন্তর্জাতিক অর্থ স্থানান্তর প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এর ফলে প্রবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠাতে পারছেন। প্রাতিষ্ঠানিক বা বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর হার বাড়িয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতেই আমাদের এ যৌথ প্রচেষ্টা।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এএ