ঢাকা: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সাশ্রয়ী মূল্যে নতুন তিনটি মডেলের এলইডি টিভি এনেছে ওয়ালটন। সিআরটি টিভির দামে পাওয়া যাচ্ছে এসব এলইডি টিভি।
ঈদ উপলক্ষ্যে নতুন নতুন মডেলের সঙ্গে কমেছে দামও। সব মিলিয়ে এলইডি টিভির মতো উচ্চ প্রযুক্তির টেলিভিশন এখন সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের হাতের নাগালে। মিলছে আইএসও স্ট্যান্ডার্ড বিক্রয়োত্তর সেবা।
সর্বাধুনিক ও অটোমেটিক প্রডাকশন লাইনে তৈরি হচ্ছে ওয়ালটনের এলইডি টেলিভিশন। প্লাস্টিক কেবিনেট, স্পিকার, রিমোট কন্ট্রোল ইউনিট, মাদার বোর্ড এবং প্যানেল প্রডাকশনের জন্য আলাদা আলাদা ম্যানুফ্যাকচারিং লাইন স্থাপন করা হয়েছে। এর ফলে এলইডি টিভি উৎপাদনে বাংলাদেশ যেমন স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে, তেমনি নিজস্ব তত্ত্বাবধানে মাননিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে। এছাড়া নিজস্ব কারখানায় মৌলিক কাঁচামাল থেকে প্রয়োজনীয় সব যন্ত্রাংশ তৈরি করায় উৎপাদন খরচ কমে এসেছে। যার সুফল ভোগ করছেন ক্রেতারা।
কোরবানির ঈদকে কেন্দ্র করে ২৮, ৩২ ও ৪০ ইঞ্চির নতুন তিনটি মডেলের টিভি এনেছে ওয়ালটন। এর বাইরে বাজারে ব্যাপক চাহিদার কারণে ১৯ ইঞ্চি ও ২৪ ইঞ্চি এলইডি টিভির উৎপাদন বাড়ানো হয়েছে। আমদানিকৃত টিভির চেয়ে ওয়ালটন টিভি দামে সাশ্রয়ী, বিদ্যুত খরচ কম, মানেও উন্নত।
ওয়ালটনের বিপণন বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার জানান, তারা সিআরটি (ক্যাথড রে টিউব) টিভির দামে এলইডি (লাইট এমিটিং ডায়ড) টিভি বিক্রি করছেন। ১৯ ইঞ্চি এলইডি টিভি বিক্রি হচ্ছে মাত্র ১৩ হাজার ৯০০ টাকায়। বর্তমান বাজারে যেখানে সিআরটি টিভির দামও এর চেয়ে বেশি। ২৪ ইঞ্চি এলইডি টিভি ক্রেতারা পাচ্ছেন মাত্র ১৯ হাজার ৯০০ টাকায়। এছাড়া উন্নতমানের পিকচার কোয়ালিটি সম্পন্ন ২৮ ইঞ্চি, ৩২ ইঞ্চি এলইডি টিভি বাজারে পাওয়া যাচ্ছে যথাক্রমে ২৫ হাজার ৩০০ টাকা ও ২৯ হাজার ৯০০ টাকায়। এছাড়া ওয়ালটন মাত্র ৩৫ হাজার ৯০০ টাকায় নিয়ে এসেছে ৩২ ইঞ্চি ইন্টারনেটভিত্তিক স্মার্ট টিভি।
ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, এলইডি টিভির দাম আরও কমানোর চেষ্টা চলছে। ব্যাপক হারে উৎপাদন শুরু হওয়ায় আগামী কয়েক মাসের মধ্যে ওয়ালটন এলইডি টিভির দাম অনেকাংশে কমিয়ে আনা যাবে।
এলইডি টিভির বিষয়ে ওয়ালটনের সোর্সিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী পরিচালক প্রকৌশলী ইসহাক রনি জানান, এ টিভিতে লেটেস্ট আইপিএস (ইন প্লেইন সুইচিং) টেকনোলজি প্যানেলের ব্যবহার করা হয়েছে। ১৭০-১৭৮ ডিগ্রি এ্যাঙ্গেল থেকেও একদম নিখুঁত ও ঝকঝকে ছবি দেখা যায়। ছবি ও শব্দের গুণগতমান নিশ্চিত করতে ডায়নামিক নয়েজ রিডাকশন, মোশন পিকচার, সর্বোচ্চ ফ্রেম রেট, ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেমসমৃদ্ধ নিজস্ব ডিজাইনের উন্নত প্রযুক্তির মাদারবোর্ড ব্যবহার করা হচ্ছে। এছাড়া লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এলইডি ব্যাক লাইট ও বিভিন্ন অপটিক্যাল শিটের সমন্বয়ে তৈরিকৃত এলইডি প্যানেল নিশ্চয়তা দিচ্ছে সর্বোচ্চ রেজ্যুলেশন, কন্ট্রাস্ট রেসিও ও রিফ্রেশ রেটের। এতে নিশ্চিত হচ্ছে স্বচ্ছ, সুন্দর ও জীবন্ত পিকচার কোয়ালিটি।
তিনি আরও জানান, ওয়ালটনে রয়েছে শক্তিশালী গবেষণা ও উন্নয়ন বিভাগ। যাতে প্রতিনিয়ত যুগের সঙ্গে তাল মিলিয়ে থিম ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডিজাইন, মোল্ড ডিজাইন ও মোল্ড তৈরির কাজ করা হচ্ছে। এছাড়াও দক্ষ প্রকৌশলীদের চেষ্টায় সম্ভব হচ্ছে এলইডি টিভির মাদারবোর্ডের পিসিবি ডিজাইন ও ড্রইং। যার ফলে ক্রেতাদের চাহিদা ও আগ্রহ অনুযায়ী নিত্য নতুন প্রযুক্তি, বিভিন্ন কালার ও ডিজাইনের এলইডি টিভি বাজারে সরবরাহ করা সম্ভব যাচ্ছে। প্রডাকশন ও কোয়ালিটি কন্ট্রোল বিভাগে ব্যবহৃত হচ্ছে সার্ফেস মাউন্ট টেকনোলজি (এসএমটি), অটোমেটিক অপটিক্যাল ইন্সপেকশন মেশিনসহ আরও বহু আধুনিক ইক্যুইপমেন্ট।
উল্লেখ্য, বাজারে পাওয়া যাচ্ছে ওয়ালটনের ৩২ ইঞ্চি স্মার্ট টিভি। টেলিভিশনের সব সুবিধার পাশাপাশি ইন্টারনেট ব্রাউজিং, মোবাইল শেয়ারিং, ওয়াইফাই কানেকটিভিটিসহ কম্পিউটারের সব সেবা পাওয়া যায় এ স্মার্ট টিভিতে। নতুন প্রজন্মের ক্রেতাদের আকর্ষণের বিষয়বস্তু হয়ে উঠেছে এ স্মার্ট টিভি।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
বিজ্ঞপ্তি/আরএম