ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দক্ষতা ছাড়া স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
দক্ষতা ছাড়া স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল ‍মুহিত

ঢাকা: দক্ষতা ছাড়া যে স্বপ্ন আমরা দেখছি, তা বাস্তবায়ন সম্ভব নয়। তাই দক্ষতার যে দীনতা আছে তা থেকে উতরে যেতে হবে।

এর থেকে পরিত্রাণ পেতে হবে।
 
সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল ‍মুহিত এ সব কথা বলেন। ‘স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম-এসইআইপি এর গ্র্যান্ড লঞ্চিং সেরেমনি’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করে বিজিএমইএ।
 
অর্থমন্ত্রী বলেন, দক্ষ লোকবলের অভাবে বিদেশিরা আমাদের দেশে কাজ করে। তারা এখানে কাজ করে ৪ বিলিয়ন ডলার নিজেদের দেশে পাঠায়। কেননা, বিভিন্ন ক্ষেত্রে আমাদের দক্ষ লোকবলের অভাব রয়েছে।
 
তিনি বলেন, যে স্বপ্ন আমরা দেখছি তা দক্ষতা ছাড়া পূরণ করা সম্ভব নয়। এজন্য আমাদের দক্ষতার দীনতা আছে তা থেকে উতরে যেতে হবে।
 
দক্ষ লোকবল গড়ে তুলতেই এসইআইপি প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। সারাদেশে এই একটি মাত্র প্রকল্প যা অর্থ মন্ত্রণালয় বাস্তবায়ন করছে। এর মাধ্যমে ২৩টি মন্ত্রণালয়ের প্রায় ২ লাখ ৬০ হাজার লোকের দক্ষতা বাড়ানো হবে। তবে এজন্য শিক্ষা ও শ্রমসহ সকল মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।
 
আবুল মাল আব্দুল মুহিত বলেন, এই প্রকল্প বাস্তবায়নের জন্য ১শ‘ ৭০ কোটি ডলার প্রয়োজন। বাংলাদেশ সরকার দেবে ২০ কোটি ডলার। বাকিটা আমাদের বন্ধুরা দেবে। তবে আরো অনেক বন্ধু এটি পর্যবেক্ষণ করছে। তারা এতে উৎসাহী হতে পারে।
 
বিজিএমইএ এর সহ সভাপতি এসএম মান্নান কচির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ, প্রকল্পের টিম লিডার রাজেশ বিন পান্থ, সহ-সভাপতি রিয়াল বিন মাহমুদ, সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
 
বক্তব্য পর্ব শেষে অর্থমন্ত্রী এসআইপি প্রকল্পের অধীনে প্রথম ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র তুলে দেন।
 
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
ইইউডি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।