ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনার ইস্টার্ন ও আলিম জুটমিলের প্রশাসনিক ভবন ঘেরাও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
খুলনার ইস্টার্ন ও আলিম জুটমিলের প্রশাসনিক ভবন ঘেরাও ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনার আটরা শিল্পাঞ্চলের আলিম ও ইস্টার্ন জুট মিলের শ্রমিকরা স্ব-স্ব মিলের প্রশাসনিক ভবন পূর্ণদিবস ঘেরাও কর্মসূচি পালন করছেন। এ সময় মিলের কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েছেন।



বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত  রাষ্ট্রায়ত্ত্ব পাটকল শ্রমিকদের বকেয়া বেতনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয়  পাঁচদিনের কর্মসূচির অংশ হিসাবে এ ঘেরাও কর্মসূচি পালন করা হচ্ছে।

ইস্টার্ন জুটমিলের প্রশাসনিক ভবন ঘেরাওকালে মিলটির সিবিএ সভাপতি মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তৃতা করেন, শ্রমিকনেতা সৈয়দ জাকির হোসেন, আব্দুস সালাম, হাবিবুর রহমান, আফসার আলী, ইউসুফ গাজী, জাকারিয়া, সাইফুল ইসলাম লিটু প্রমুখ।

অপরদিকে আলিম জুট মিলের প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসুচিতে মিলটির সিবিএ সভাপতি আব্দুস সালাম জমাদ্দারের সভাপতিত্বে বক্তৃতা করেন মোঃ মোজাম্মেল হক, সহ সাধারণ সম্পাদক হাফেজ আব্দুস সালাম, আব্দুর রশিদ, মুজিবুর রহমান, আব্বাস বিশ্বাস, আকবার আলী, রফিকুল ইসলাম, ইকবাল হোসেন, বাবুল রেজা, আনোয়ার হোসেন, আবেদ আলী,নজরুল ইসলাম প্রমুখ।

দাবি বাস্তবায়নের জন্য বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ৪ ঘণ্টা রাজপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জনিয়েছেন আন্দোলনরত শ্রমিকনেতারা।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এমআরএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।