ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিজিএমইএ’র সভাপতি হলেন সিদ্দিকুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
বিজিএমইএ’র সভাপতি হলেন সিদ্দিকুর

ঢাকা: দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি হয়েছেন সিদ্দিকুর রহমান। ২০১৫-১৬ মেয়াদে সংগঠনটির প্রধানের দায়িত্ব নিচ্ছেন তিনি।



২২ সেপ্টেম্বর সংগঠনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন সভাপতিসহ পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা দায়িত্ব বুঝে নেবেন বলে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলামিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত ৮ সেপ্টেম্বর বিজিএমইএ’র নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু দুই প্রতিদ্বন্দ্বী প্যানেল সম্মিলিত পরিষদ ও ফোরামের মধ্যে সমঝোতা হয়।

নতুন কমিটিতে পরিচালক এবং সহ-সভাপতির সংখ্যা বাড়িয়ে ৩৫ জন করা হয়েছে। বিদায়ী কমিটিতে পরিচালনা পর্ষদের সদস্য ছিল ২৭ জন।

এর মধ্যে ঢাকা অঞ্চলের ২০ জন থেকে বাড়িয়ে ২৬ জন এবং চট্টগ্রাম অঞ্চলে ৭ জন পরিচালক থেকে বাড়িয়ে ৯ জন করা হয়েছে।

একই সঙ্গে এবার সহ-সভাপতি পদ বাড়ানো হচ্ছে তিনটি। অর্থাৎ আগামী মেয়াদে একজন সভাপতির সঙ্গে থাকবেন সাতজন সহ-সভাপতি।

গত নির্বাচনে ২৭ পরিচালক পদের বিপরীতে সম্মিলিত পরিষদ ও ফোরামের প্যানেল থেকে ৫৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাংলাদেশ সময়:১১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।