ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রবৃদ্ধি ৮ শতাংশে নিতে অবকাঠামোতে প্রয়োজন ৮ বিলিয়ন ডলার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
প্রবৃদ্ধি ৮ শতাংশে নিতে অবকাঠামোতে প্রয়োজন ৮ বিলিয়ন ডলার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সামষ্টিক অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৬ শতাংশের গণ্ডি পেরিয়ে ৮ শতাংশে নিতে অবকাঠামো খাতে ৭ থেকে ৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রয়োজন বলে জানিয়েছেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে আয়োজিত জয়েন্ট চেম্বার সম্মেলনে তিনি এ কথা বলেন।



বিনিয়োগ বোর্ড ও কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এই জয়েন্ট চেম্বার সম্মেলনের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এ সামাদ বলেন, গ্যাসের সমস্যা আছে। তাই গ্যাসের ওপর ভিত্তি করে ব্যবসা প্রতিষ্ঠান না করে, বিকল্প জ্বালানি ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান করতে হবে।

বর্তমানে দেশে যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ আছে উল্লেখ করে বিনিয়োগ বোর্ডের এই নির্বাহী চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীদের বিদ্যুৎ দিতে কোনো সমস্যা হবে না। তাই গ্যাস বাদ দিয়ে বিদ্যুৎ ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান করা যেতে পারে।

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে বাংলাদেশের সাফল্যের প্রসংশা করে তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে নিম্নমধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। ২০২১ সালের মধ্যে সহজেই মধ্য আয়ের দেশে পরিণত হবে।

এ সময় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে অর্থনৈতিক স্থিতিশীল দেশ বলেও মন্তব্য করেন তিনি।

কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি মাসুদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারতীয় চেম্বার, থাই চেম্বার, কোরিয়া চেম্বার, ফিলিপাইন চেম্বারের প্রতিনিধিসহ বিভিন্ন চেম্বারের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এএসএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।