ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের ন্যাশনাল ব্যাংকের ঋণ বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের ন্যাশনাল ব্যাংকের ঋণ বিতরণ ছবি : সংগৃহীত

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেড চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কনফারেন্স হলে এ ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।



মঙ্গলবার (৬ অক্টোবর) ন্যাশনাল ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল হামীদ সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক মিজানুর রহমান জোদ্দার। তিনি জোবেদা বুটিকসের প্রোপ্রাইটার নাজনীন আক্তারের কাছে ঋণপত্রের পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে সভাপতি ছিলেন ন্যাশনাল ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের প্রধান ও ইভিপি মো. মামুনুর রশিদ মোল্লা।

প্রধান অতিথি তার বক্তব্যে নারী উদ্যোক্তাদের মাঝে সহজ শর্তে ঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন দিকনির্দেশনা ও কার্যক্রম তুলে ধরেন।

অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তাসহ নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
আরএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।