ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিদেশি নাগরিকদের হত্যায় ঢাকা চেম্বারের উদ্বেগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
বিদেশি নাগরিকদের হত্যায় ঢাকা চেম্বারের উদ্বেগ

ঢাকা: দেশে পরপর দুইজন বিদেশি নাগরিক হত্যার নিন্দা জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সম্প্রতি ইতালির নাগরিক সিজার এবং জাপানি নাগরিক কুনিও হোশির নির্মম হত্যাকণ্ডের ঘটনায় গভীর উদ্বেগও প্রকাশ করেছে ডিসিসিআই।



মঙ্গলবার (০৬ অক্টোবর) এক বিবৃতিতে তারা এসব কথা জানায়। ঢাকা চেম্বার মনে করে, এ ধরনের বর্বর হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়।

সরকার অতিদ্রুত এ ঘটনা যথাযথ আইনি তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বলেও আশা প্রকাশ করা হয়।

ডিসিসিআই বিশ্বাস করে, সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে এ পর্যন্ত বিদেশে বাংলাদেশের পণ্য রফতানির ক্ষেত্রে যে ঊর্ধ্বমুখী প্রবণতা চলমান রয়েছে, তা এ ধরনের ঘটনার ফলে বাধাগ্রস্ত হতে পারে। ফলে বহিঃবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে, যা কোনোভাবেই হতে দেওয়া যাবে না।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।