ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শেষ হলো কাস্টমস এশিয়া ইউরোপ মিটিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
শেষ হলো কাস্টমস এশিয়া ইউরোপ মিটিং ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গোয়া ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে কাস্টমস ডিজি পর্যায়ের ১১তম কাস্টমস এশিয়া ইউরোপ মিটিং (এসইএম) সম্মেলন।
 
ভারতের গোয়া শহরে ০৭, ০৮ ও ০৯ অক্টোবর তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বাংলাদেশসহ এশিয়া ইউরোপের ৪১টি দেশের কাস্টমস প্রধানরা অংশ নেন।

রোববার (১১ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়গুলো জানানো হয়।

এতে অংশ নেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, সদস্য (শুল্কনীতি) মো. ফরিদ উদ্দিন, মংলা কাস্টমস হাউজ কমিশনার মো. আল আমিন প্রামাণিক।
 
সম্মেলনে এশিয়া ইউরোপের দেশসগুলোর মধ্যে কাস্টমস ও বাণিজ্য সম্প্রসারণ, সহযোগিতা, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা ও ডিজিটাল কাস্টমস বিষয়ে আলোচনা হয়।
 
এছাড়া আলোচনা হয় বাংলাদেশ ও ভুটান কাস্টমসের মধ্যে দ্বৈত কর পরিহার চুক্তি পরিপালন ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে।
 
সম্মেলনে আন্তর্জাতিক কাস্টমস সংস্থা (ডব্লিউসিও) সেক্রেটারি জেনারেল কোনিয়ো মিকুরিয়াসহ সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।
 
বাংলাদেশ মূল অধিবেশনের পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়াসহ এশিয়া ও ইউরোপীয় দেশসগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হন।
 
আয়োজক দেশ ভারত ও বাংলাদেশ গোয়া ঘোষণা বাস্তবায়ন ও দ্রুত কার্যকরে একমত পোষণ করেন।
 
এ সম্মেলন বিশ্বব্যাপী কাস্টমস প্রশাসনের দক্ষতা, যোগ্যতার সংস্কৃতি প্রতিষ্ঠাকরণে অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে অংশগ্রহণকারীরা একমত পোষণ করেছেন।
 
গোয়া সম্মেলনের ফলাফল এনবিআর’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন ও রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখবে বলে আশা করেন চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 
এছাড়া সম্মেলনে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাংলাদেশ কাস্টমসের আধুনিকায়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা করেন তিনি।
 
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
আরইউ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।