ঢাকা, সোমবার, ১২ কার্তিক ১৪৩১, ২৮ অক্টোবর ২০২৪, ২৪ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিশ্বের সর্ববৃহৎ ফুড ফেয়ারে ‘প্রাণ’

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
বিশ্বের সর্ববৃহৎ ফুড ফেয়ারে ‘প্রাণ’ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: বিশ্বের বৃহত্তম ফুড ফেয়ার ‘আনুগা-২০১৫’ তে অংশগ্রহণ করেছে প্রাণ। জার্মানির কোলোন শহরে অনুষ্ঠিত এ মেলায় বিশ্বের ১০০টি দেশের প্রায় ৭ হাজার খাদ্য ও পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে।



মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রাণ-আরএফএল এর ব্যবস্থাপক (মিডিয়া) জিয়াউল হক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রাণ-এর হেড অব এক্সপোর্ট মিজানুর রহমান জানান, বিগত ১০ বছর ধরে প্রাণ আনুগা মেলায় অংশগ্রহণ করে আসছে। কোমল পানীয়, জুস, কনফেকশনারি, নুডলস, আচার, সস, জেলি, হিমায়িত খাদ্যসহ বিভিন্ন খাদ্যপণ্য দিয়ে সাজানো হয়েছে প্রাণ’র স্টল।

মেলায় আগত বিভিন্ন দেশের দর্শনার্থী এবং প্রতিষ্ঠানের কাছ থেকে উল্লেখযোগ্য সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।

১০ অক্টোবর শুরু হওয়া পাঁচদিন ব্যাপী এ মেলা শেষ হবে ১৪ অক্টোবর।

বিশ্বের ১১৮টি দেশে খাদ্যপণ্য রফতানি করছে প্রাণ। রফতানিতে বিশেষ অবদান রাখায় প্রাণ পরপর ১০ বছর বাংলাদেশ সরকারের জাতীয় রফতানি ট্রফি অর্জন করেছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।