ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হিলি (দিনাজপুর): শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় ভারত থেকে আমদানিকরা পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।



বন্দরের ভেতরে ট্রাক হতে পণ্য ওঠা-নামাসহ কার্যক্রম শুরু হয়েছে। এদিকে টানা ৮দিন পর বন্দরের কার্যক্রম শুরু হওয়ায় এ এলাকায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন বাংলানিউজকে জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে আমদানি- রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলো ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। সেজন্য বন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রফতানি বন্ধ ছিল। আজ থেকে পুনরায় বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।