ঢাকা: শিগগিরই শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এছাড়া সেদেশে বাংলাদেশের বিমান চলাচলও শুরু হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ঢাকায় নবনিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ইয়াসোজা গুনাসেকেরা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন।
সাক্ষাৎ শেষে অতিথির উপস্থিতিতে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্য মন্ত্রী।
তিনি বলেন, শ্রীলঙ্কার সঙ্গে বাণিজ্য বাড়াতে আলোচনা চলছে। কিছুদিনের মধ্যেই ফ্রি-ট্রেড অ্যাগ্রিমেন্ট করবো। এখন সেদেশের এয়ারক্রাফট সপ্তাহে ৭দিন এদেশে আসছে। আমরাও যেন পাঠাতে পারি, সে উদ্যোগ আসছে।
মন্ত্রী বলেন, শ্রীলঙ্কার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আরও ভালো করতে কথা বলছি।
নতুন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে আমরা যত্নশীল। বিনিয়োগের বিষয়ে আমরা কথা বলছি। শ্রীলঙ্কার যেসব পণ্য সারাবিশ্বে সমাদৃত, সেসব পণ্য আমরা বাংলাদেশেও দিতে চাই। বাংলাদেশের পণ্যগুলোও শ্রীলঙ্কায় যাবে।
তিনি বলেন, দ্বি-পাক্ষিক সম্পর্কের উন্নয়নে আমরা সচেতন।
এরপর মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ফার্মাসিউটিক্যালস পণ্য রপ্তানীতে আমরা এগিয়ে। তবে যেসব বাধা আছে, তা দূর করতে চাই। আমাদের দেওয়া মানের নির্ণায়ক কেউ কেউ মানতে চান না অনেক সময়। সে সমস্যা কাটাতে চাই।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসকেএস/বিএস