ঢাকা, সোমবার, ১২ কার্তিক ১৪৩১, ২৮ অক্টোবর ২০২৪, ২৪ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৮০৬০ কোটি টাকার ঋণ দেবে বিশ্বব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
৮০৬০ কোটি টাকার ঋণ দেবে বিশ্বব্যাংক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরে ১১টি প্রকল্পে ১ দশমিক ৭৭ বিলিয়ন বা ১৭৭ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৬০ কোটি ৮ লাখ টাকা।



ভৌত-অবকাঠামো খাতে পদ্মাসেতুর মতো বড় বড় খাতে ঋণ দিতে চায় বিশ্বব্যাংক। তবে পদ্মাসেতু প্রকল্পে ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই বলেও জানিযেছে সংস্থাটি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে শেরেবাংলা নগর পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠকে বসেন সংস্থাটির দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ মার্টিন রামা।

বৈঠক সূত্র জানায়, ১১টি প্রকল্পের মধ্যে বিশ্বব্যাংক সবচেয়ে বেশি ঋণ দেবে রিভার ব্যাংক ইম্প্রুভমেন্ট প্রকল্পে ৬০ কোটি ডলার। অন্যদিকে ঘোড়াশাল বিদ্যুৎ প্রকল্পে ২৫ কোটি ডলার, ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল টেকনিক্যাল প্রোগ্রামে ১৭ কোটি ৭ লাখ ডলার।

এছাড়াও রিজিওনাল ওয়েদার ক্লাইমেট সার্ভিস, ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল টেকনোলজি, আশ্রয় কেন্দ্র নির্মাণ, আঞ্চলিক যোগাযোগ উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ প্রকল্প, থার্ড প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম ও কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্পে বাকি ঋণগুলি দেবে সংস্থাটি।

বৈঠক শেষে মার্টিন রামা বলেন, বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু প্রকল্পের কাজ এগিয়ে নিচ্ছে, এতে সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য। পদ্মাসেতু প্রকল্পে ফিরে আসার তেমন সম্ভাবনা নেই। তবে পদ্মাসেতু প্রকল্পের মতো আরও বড় বড় প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন করবে। বিশ্বব্যাংক সব সময় বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে। ১১টি প্রকল্পে ১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। ’

মার্টিন রামা আরও বলেন, ভৌত অবকাঠামো, বিদ্যুৎ, গ্যাস, শিক্ষা, আইসিটি খাতে আরও ঋণ সহায়তা বাড়াবে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এমআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।