ঢাকা: দেশের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ব্যক্তিখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ খাতে ব্যক্তি বিনিয়োগ বাড়াতে সরকারকে ব্যবসার পরিবেশ ও বিভিন্ন প্রণোদনা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে আয়োজিত ‘এনার্জি সিকিউরিটি ইন সাউথ এশিয়া প্লাস: রিলিভেন্স অব জাপানিজ এক্সপেরিয়েন্স’ শীর্ষক এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী এ সময় জাপান সরকারকে এশিয়ার জ্বালানি ব্যবস্থাপনা আরও জোরদার করতে নতুন প্রযুক্তির উদ্ভাবন ও আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, একবিংশ শতকে বিশ্বের জন্য জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করাই অন্যতম বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে ক্রস বর্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জ্বালানি খাতে জাপানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ দিনের সম্পর্ক। বাংলাদেশে বেশকিছু প্রকল্পও রয়েছে জাপানের। আরও কয়েকটি প্রকল্প পাইপলাইনে রয়েছে।
এ সময় তিনি জানান, ভারত থেকে বাংলাদেশ পাঁচশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেছে। আরও পাঁচশ মেগাওয়াট আমদানির চেষ্টা চলছে।
বিআইআইএসএস’র চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে, বিআইআইএসএস’র মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এএসএস/আরএইচ