ঢাকা, সোমবার, ১২ কার্তিক ১৪৩১, ২৮ অক্টোবর ২০২৪, ২৪ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অবৈধভাবে রড তৈরি করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
অবৈধভাবে রড তৈরি করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা: অবৈধভাবে এমএস রড উৎপাদন, বিক্রয় ও বিতরণের অপরাধে তিন প্রতিষ্ঠানের মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান সনদ গ্রহণ ও নবায়ন না করে এবং নকল রড উৎপাদন করে বাজারজাত করছিল।



বুধবার (০৪ নভেম্বর) দিনব্যাপী বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে র‌্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়।

বিএসটিআইর পরিচালক (সিএম) কমল প্রসাদ দাস বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

বিএসটিআই সূত্র জানায়, রাজধানীর ঢাকা-নারায়ণগঞ্জ রোড, শ্যামপুর এলাকার পাইওনিয়ার স্টিল রি-রোলিং মিলস লিমিটেড বিএসটিআইর সিএম লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে এমএস রড উৎপাদন ও বিক্রয়ের পাশাপাশি পিএসআরএম ব্র্যান্ড নকল করে এমএস রড বাজারজাত করে আসছিলো। এ কারণে প্রতিষ্ঠানের মালিককে চার লাখ টাকা জরিমানা করা হয়।

শ্যামপুর এলাকার তাজ ইন্ডাস্ট্রিজ প্রা. লি. বিএসটিআইর সিএম লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে ৫০০ ডব্লিউ সহ অন্যান্য গ্রেড’র এমএস রড উৎপাদন ও বিক্রয় করে আসছিলো। প্রতিষ্ঠানটির মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

একই এলাকায় হানিফ স্টিল মিলস লি. বিএসটিআইর সিএম লাইসেন্স নবায়ন না করে অবৈধভাবে এমএস রড উৎপাদন ও বিক্রয় করছিলো। ওই প্রতিষ্ঠানের মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-১ এর নির্বাহী ম্যজিস্ট্রেট ফিরোজ আহমেদের নেতৃত্বে মোবাইল কোর্টে বিএসটিআইর পক্ষ থেকে অংশ নেন ফিল্ড অফিসার খালেদ হোসেন ও এএনএম ফরহাদ হোসেন।
 
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
একে/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।